খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীর হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু
  আগুন নিয়ন্ত্রণে, খুলনায় পাট গোডাউনসহ ১০ দোকানের কোটি টাকার মালামাল পুড়ে ছাই

অমিত শাহ-র কলকাতা সফর, তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের জল্পনা তুঙ্গে

কলকাতা প্রতিনিধি

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যতম শীর্ষ বিজেপি নেতা অমিত শাহ দু’দিনের কলকাতা সফরে আসছেন আজ শুক্রবার। এদিন তিনি দুপুরের ফ্লাইটে কলকাতার দমদম বিমান বন্দরে নেমে সোজা চলে যাবেন রাজারহাট নিউটাউনে অস্টিন হোটেলে। এই হোটেলে তিনি পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের সঙ্গে এক প্রস্ত বৈঠক করবেন।এই বৈঠকে পশ্চিমবঙ্গের দলের সাংগঠনিক শক্তি নিয়ে আলোচনার পাশাপাশি অনেক প্রয়োজনীয় বিষয়। তবে তার এই সফর ঘিরে তৃণমূল থেকে বিজেপিতে কতজন যোগদান করবেন তা নিয়ে জল্পনা।

হাওড়া ও উত্তর চব্বিশ পরগণার ঠাকুরনগরে সবচেয়ে বড় দুটি জনসভা হবে। হাওড়ার ডুমুরজোলায় যে সভা হবে বিজেপি-র, সেখানে তৃণমূলের অনেক নেতা বিজেপিতে যোগদান করবেন বলে রাজনৈতিক মহল মনে করছেন। এদের তালিকায় রয়েছে তৃণমূল থেকে পদত্যাগী মন্ত্রী রাজীব ব্যানার্জি, লক্ষ্মী রতন শুক্ল, হাওড়ার বালির বিধিয়ক সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত বৈশাখী ডালমিয়া, হুগলির উত্তরপাড়ার বিধায়ক সাংবাদিক প্রবীর ঘোষালসহ অনেক তৃণমূল নেতাই।

দুদিনের এই সফরে সবচেয়ে বড় জনসভাটি উত্তর চব্বিশ পরগণার ঠাকুরনগরের মতুয়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে। বনগাঁর বিজেপি শান্তনু ঠাকুরকে নিয়ে এন আর সি বিষয়ক একটি বৈঠক হবে। মতুয়াদের মনে এই ধারণা তৈরি হয়েছে যে, এন আর সি আইন লাগু হলে মতুয়াদের নাগরিকত্ব ক্ষতিগ্রস্ত হবে। আর সেই ভুল ভাঙাতে শান্তনু ঠাকুরসহ মতুয়াদের সঙ্গে বৈঠক করবেন এবং একটি জনসমাবেশ করবেন।

জনসমাবেশের মঞ্চে উত্তর চব্বিশ পরগণার একগুচ্ছ তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করবেন বলে রাজনৈতিক মহল মনে করছে। অমিত শাহ-র এই সফরে পশ্চিমবঙ্গে তৃণমূলের বড়সড় ভাঙন হবে বলে রাজনৈতিক পর্যবক্ষেকরা মনে করছেন। একতিরিশ জানুয়ারি পর্যন্ত অমিত শাহ-র ঠাসা কর্মসূচি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!