ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর ও সভা বাতিল করা হল। আগামী সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে পূর্ব মেদিনীপুরের মেচেদাতে জনসভা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। রবিবার (২৮ জানুয়ারি) তাঁর কলকাতায় আসার কথা ছিল। কিন্তু শনিবার (২৭ জানুয়ারি) জানা গেল হঠাৎ এই সফর বাতিল হয়েছে।
বিজেপির কেন্দ্রীয় কমিটি ও রাজ্যকমিটি জানিয়েছে, পশ্চিবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। দেড় বছরের মাথায় ‘মহাগাটবন্ধন’ ছেড়ে আবার বিজেপির সহযোগী হতে পারেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, এমন খবর হাওয়ায় ভাসছে। শনিবারই রাজ্যপালের কাছে ইস্তফাপত্র দিতে পারেন নীতীশ, এমনও শোনা যাচ্ছে।
একটি সূত্র জানাচ্ছে, নীতীশ যদি আবার এনডিএতে ফিরে আসেন, তাহলে আপত্তি নেই বিজেপির শীর্ষ নেতৃত্বের।
বিজেপি সূত্রের খবর, রবিবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন নীতীশ। রবিবার সকালে জেডি (ইউ) পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন তিনি। আর সোমবার বিজেপির সমর্থন নিয়ে আবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন তিনি। বিহারে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে শাহের বাংলা সফর পিছিয়ে দেওয়া হয়েছে। এটাই বিজেপির ইঙ্গিত।
খুলনা গেজেট/ এএজে