কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ’র পশ্চিমবঙ্গ সফর প্রবল বিক্ষোভের মুখে পড়ল। শনিবার তিনি তৃণমূলের বড়সড় ভাঙন ধরালেও এদিন কলকাতা থেকে মেদিনীপুর পর্যন্ত ধর্মনিরপেক্ষ দলগুলি যেমন বিক্ষোভ মিছিল করে তেমনি কালো পতাকা দেখায়। মেদিনীপুর কলেজ ময়দান যেতে হাওড়া থেকে মেদিনীপুর পর্যন্ত জাতীয় সড়কের ধারে তৃণমূল কালো পতাকা দেখায়। অন্যদিকে ‘গোব্যাক অমিত শাহ’ ধ্বনি দেয় বিক্ষোভকারীরা।
এদিন সবচেয়ে বড় মিছিল সংগঠিত হয় খোদ কলকাতায়। কলকাতার মৌলালির রামলীলা পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত এক বিশাল বিক্ষোভ মিছিল হয়। মিছিলের আয়োজক বন্দী মুক্তি কমিটি, এপিডিআর, নো এনআরসি মুভমেন্টসহ চব্বিশটি সংগঠন। এদের প্রধান দাবি ছিল, অবিলম্বে সারাদেশে বিভাজন ও সাম্প্রদায়িক সংঘর্ষ বন্ধ করতে হবে, সারাদেশে এনআরসি বন্ধ করতে হবে, দেশে জনবিরোধী কৃষি আইন বাতিল করতে হবে। এদিন মিছিল রামলীলা পার্ক থেকে এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা পর্যন্ত যায়।
খুলনা গেজেট/এনএম