খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
  গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ স্কুলছাত্র নিহত
  লন্ডনে যাওয়ার পথে বিমানবন্দরে আটকে দেওয়া হলো অভিনেত্রী নিপুণকে

অমিত শাহ’র পশ্চিমবঙ্গ সফর বিক্ষোভ থেকে রেহাই পেল না

কলকাতা প্রতিনিধি

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ’র পশ্চিমবঙ্গ সফর প্রবল বিক্ষোভের মুখে পড়ল। শনিবার তিনি তৃণমূলের বড়সড় ভাঙন ধরালেও এদিন কলকাতা থেকে মেদিনীপুর পর্যন্ত ধর্মনিরপেক্ষ দলগুলি যেমন বিক্ষোভ মিছিল করে তেমনি কালো পতাকা দেখায়। মেদিনীপুর কলেজ ময়দান যেতে হাওড়া থেকে মেদিনীপুর পর্যন্ত জাতীয় সড়কের ধারে তৃণমূল কালো পতাকা দেখায়। অন্যদিকে ‘গোব্যাক অমিত শাহ’ ধ্বনি দেয় বিক্ষোভকারীরা।

এদিন সবচেয়ে বড় মিছিল সংগঠিত হয় খোদ কলকাতায়। কলকাতার মৌলালির রামলীলা পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত এক বিশাল বিক্ষোভ মিছিল হয়। মিছিলের আয়োজক বন্দী মুক্তি কমিটি, এপিডিআর, নো এনআরসি মুভমেন্টসহ চব্বিশটি সংগঠন। এদের প্রধান দাবি ছিল, অবিলম্বে সারাদেশে বিভাজন ও সাম্প্রদায়িক সংঘর্ষ বন্ধ করতে হবে, সারাদেশে এনআরসি বন্ধ করতে হবে, দেশে জনবিরোধী কৃষি আইন বাতিল করতে হবে। এদিন মিছিল রামলীলা পার্ক থেকে এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা পর্যন্ত যায়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!