অভয়নগর থানা পুলিশ ২৪ ঘন্টার অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক ১৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন উপজেলার বুইকারা গ্রামের মৃত শাহাজাহানের ছেলে কবির হোসেন, একই গ্রামের জুয়েল গাজীর ছেলে মো. প্রেম, ড্রাইভারপাড়ার হাসেম ব্যাপারীর ছেলে শাহজালাল, মাগুরা গ্রামের আব্দুল জলিল মোল্যার ছেলে শাহীন মোল্যা, একতারপুর গ্রামের আব্দুস সবুর সরদারের ছেলে নাজমুল হোসেন সুমন, বাগদাহ গ্রামের আছর আলীর ছেলে রোকনুজ্জামান, পুড়াটাল গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে প্রতাব বিশ্বাস, বুইকারা গ্রামের খোরশেদ শেখের ছেলে সজীব হোসেন, সিদ্ধিপাশা গ্রামের মৃত জামসেদ আলীর ছেলে মনিরুজ্জামান, নাউলী গ্রামের নজরুল ইসলামের ছেলে টিএম ফরিদ হোসেন, একই গ্রামের সৈয়দ শুকুর আলীর ছেলে জাকির আলী, ইউসুফ আলী মীরের ছেলে ছনু মীর, সিদ্ধিপাশা গ্রামের মনির মীরের স্ত্রী শামীমা, একই গ্রামের মৃত মালেক শেখের ছেলে হাবিবুর রহমান, ধুলগ্রামের রহমান সরদারের ছেলে মফিজ সরদার ও বুনোরামনগর গ্রামের মোশারফ গাজীর ছেলে আরজান গাজী।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, গত ২৪ ঘন্টার অভিযানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে যশোর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/এনএম