যশোরের অভয়নগরে চরমপন্থী দলের সদস্য জিয়াউর রহমান (৪০) খুন হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার সময় সন্ত্রাসীরা তার উপর ককটেল নিক্ষেপ করে হত্যা করে। ঘটনাটি অভনগরের রানাগাতি উত্তরপাড়া বটতলা বড় মসজিদের সামনে জাবের বিশ্বাসের চায়ের দোকানে ঘটে । এ সময় জিয়াউর রহমান ওই চায়ের দোকানে চা পানের উদ্দেশ্যে এসেছিল বলে জানাগেছে। নিহত জিয়াউর রহমান একই গ্রামের মৃত ওহাব ফকিরের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে সন্ত্রাসী জিয়াউর রহমান স্থানীয় জাবের বিশ্বাসের চায়ের দোকানে চা পান করছিলো। এ সময় কতিপয় সন্ত্রাসীরা ওই চায়ের দোকানে ঢুকে জিয়াউর রহমানের উপর ককটেল নিক্ষেপ করে। এতে জিয়াউর রহমান গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ককটেলটি তার পেটে লাগায় ক্ষত-বিক্ষত হয়ে পেটের নাড়ি-ভুড়ি বেরিয়ে যায়।
এদিকে ককটেল বিস্ফোরনের বিকট শব্দে চায়ের দোকানসহ এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। যে যার মতো ছুটে বেরিয়ে যায়। এই সুযোগে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ ঘটনাস্থলে ছুটে যান।
তিনি জানান, পুলিশ ইতিমধ্যে এলাকায় অভিযান শুরু করেছে। হত্যাকারীদের দ্রুতই আটক করে আইনের আওতায় আনা হবে। ওসি জানান, নিহত জিয়াউর রহমান চরমপন্থী দলের সদস্য ছিলো। তার নামে থানায় কমপক্ষে চারটি মামলা রয়েছে।
খুলনা গেজেট/এমএম