অভয়নগরে নাশকতা মামলায় বিএনপির আট নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৩ ফেব্রুয়ারি) তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
আসামিরা হলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম হায়দার ডাবলু গাজী, শেখ জলিল, নাজিম উদ্দিন ওরফে নাজিম শেখ, রবিউল কাজী, তরিকুল গাজী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মারুফ ওরফে মারুফ মোল্লা, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন হোসেন ও হাসান শেখ।
মামলা সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি রাত আটটার পর পুলিশ জানতে পারে উপজেলার একতারপুর তালতলাহাট চার রাস্তার মোড়ে বিএনপির নেতাকর্মীরা দেশিয় অস্ত্র লাঠিসোটা, রডসহ ইটপাটকেল নিয়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছে। এসময় পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে। উদ্ধার করা হয় চারটি রেঞ্জ, তিনটি শাবল, ৬৩ পিছ ইটের আধলা ও ১৫টি বাঁশের লাঠি। এ ঘটনায় অভয়নগর থানায় বিএনপির ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।
খুলনা গেজেট/ এস আই