যশোরের অভয়নগরে ইউপি নির্বাচনে জয়ী হয়ে পরাজিত প্রার্থীর সমর্থকের দোকান ঘর এবং বাড়িতে হামলা, ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
রোববার রাত পৌনে আটটার দিকে অভয়নগর উপজেলার ৩নং চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামে ৭নং ওয়ার্ডের শিকদারপাড়ায়ে এ ঘটনা ঘটে। এবিষয়ে অভয়নগর থানায় বিজয়ী মেম্বার মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
ভুক্তভোগী মো. নজরুল ইসলাম এজাহারে উল্লেখ করেন, নির্বাচনে ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী মো. হাফিজুর রহমান বিজয়ী হন। এরপর রাতে প্রায় অর্ধ শতাধিক সমর্থক একসঙ্গে এসে আমার দোকান ঘরে ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা দোকানে বসে থাকা আমার স্ত্রীকে মারধোর এবং শ্লীলতাহানির চেষ্টা করে। পরে আমার বাড়িতে গিয়ে হামলা চালায়।
পরাজিত মেম্বার প্রার্থী (মোরগ) মো. আব্দুর রাজ্জাকের কাছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনে আমাকে সমর্থন করার কারণেই মো. হাফিজুর রহমানের লোকজন এ হামলা চালিয়েছে।
এ বিষয়ে ফুটবল প্রতীক নিয়ে জয়ী মেম্বার প্রার্থী মো. হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচনে পরাজিত হওয়ার কারণে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। এমন ধরনের কোন ঘটনা আমার কর্মীরা ঘটায়নি।’
এবিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বলেন, খবর শুনে সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। তবে সেখানে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।
খুলনা গেজেট/ এস আই