যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে আসাদুল গাজী (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে নওয়াপাড়া প্রফেসরপাড়া সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসাদুল গাজী পেশায় একজন জাহাজের স্কট হিসেবে কাজ করতেন।
নিহতের বাবা আশরাফুল গাজী জানান, বৃহস্পতিবার রাতে ছেলে আসাদুল গাজীকে বাড়িতে একা রেখে তাবলীগ জামায়াতের মারকাজ মসজিদে যান। শুক্রবার সকালে বাড়ি এসে তিনি ঘরে তালা লাগানো দেখতে পান। এসময় নিজের কাছে থাকা একটি চাবী দিয়ে ঘর খুলে ঘুমিয়ে পড়েন। পরে স্থানীয়রা খবর দিলে রেল লাইনের উপর ছেলে আসাদুল গাজী মৃতদেহ দেখতে পান।
ধারণা করা হচ্ছে, ভোররাতে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেসে কাটা পড়ে তিনি নিহত হয়েছেন।
এব্যাপারে জানতে চাইলে নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের পুলিশের এসআই সোহাগ জানান, নওয়াপাড়া রেল স্টেশন সংলগ্ন প্রফেসরপাড়া মোড় এলাকায় চিত্রা এক্সপ্রেসে ট্রেনে এক যুবক কাটা পড়েছে বলে খবর পেয়েছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
খুলনা গেজেট/ টিএ