যশোরের অভয়নগরে মাদরাসা ইহ্ইয়াউল উলূম আল-ইসলামিয়া নওয়াপাড়ার তত্ত্বাবধানে পরিচালিত দ্বীনিয়াত একাডেমীর উদ্যোগে কুরআনুল করীমের সবক প্রদান, শিক্ষা প্রদর্শনী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার গুয়াখোলা গ্রামে প্রফেসরপাড়া এলাকায় দ্বীনিয়াত একাডেমীর প্রধান কার্যালয়ে সবক প্রদান, শিক্ষা প্রদর্শনী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাদরাসা ইহ্ইয়াউল উলূম আল-ইসলামিয়ার শুরা সভাপতি, নওয়াপাড়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা গোলাম মওলা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোরের মণিরামপুর উপজেলার মাছনা মাদরাসার মুহতামিম মুফতী ইয়াহইয়া। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, দ্বীনিয়াত কাডেমীর কেন্দ্রীয় জিম্মাদার মুফতী সাইফুল ইসলাম কাসেমী, কিশোরগঞ্জের দারুল আরকাম ইনস্টিটিউটের পরিচালক মাওলানা আব্দুল কাইয়ুম, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল গণি সরদার, মাদরাসা ইহ্ধসঢ়;ইয়াউল উলূম আল-ইসলামিয়ার নায়েবে মুদীর (সহকারী পরিচালক) মুফতী ইসমাঈল হুসাইন রাহমানী, নওয়াপাড়া পীরবাড়ী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবু তালহা, যশোরের দড়াটানা মাদরাসার মুহতামিম মুফতী মুজিবুর রহমান প্রমুখ।
মাদরাসা ইহ্ইয়াউল উলূম আল-ইসলামিয়ার মুদীর ও দ্বীনিয়াত একাডেমীর পরিচালক মাওলানা মাসুম বিল্লাহ সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সূধীজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান অঞ্চালনা করেন, মুফতী শহীদুল ইসলাম কাশেমী। ৬২জন স্কুলগামী কিশোর-কিশোরী, যুবক ও বয়স্ক শিক্ষার্থী কুরআনুল করীমের সবক গ্রহণ করেন।
খুলনা গেজেট/ বিএমএস