অভয়নগরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যা। ভয়াবহ রূপ নিতে যাচ্ছে মহামারী করোনা ভাইরাস। আর এই মহামারী থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির প্রয়োজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রাশসনের দেওয়া করোনা পরিস্থিতির সর্বশেষ পরিসংখ্যানে জানা গেছে, উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২শ’ ৪৬ জন।
এর মধ্যে নওয়াপাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৫৮ জন। যার মধ্যে ১নং ওয়ার্ডে ১৮, ২নং ওয়ার্ডে ৬, ৩নং ওয়ার্ডে ৫, ৪নং ওয়ার্ডে ১৬, ৫নং ওয়ার্ডে ৪১, ৬নং ওয়ার্ডে ৫০, ৭নং ওয়ার্ডে ৩, ৮নং ওয়ার্ডে ১ ও ৯নং ওয়ার্ডে ১৮জন করোনা আক্রান্ত। অপরদিকে উপজেলার ৮টি ইউনিয়নে আক্রান্ত রোগীর সংখ্যা ৮৮ জন। প্রেমবাগ ইউনিয়নে ১৭, সুন্দলী ইউনিয়নে ৪, চলিশিয়া ইউনিয়নে ১০, পায়রা ইউনিয়নে ১৭, শ্রীধরপুর ইউনিয়নে ২০, বাঘুটিয়া ইউনিয়নে ১০, শুভরাড়া ইউনিয়নে ৪ ও সিদ্ধিপাশা ইউনিয়নে ৬ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ১৫ জন।
এছাড়া উন্নত চিকিৎসার জন্য ১১ জন রোগীকে জেলা ও বিভাগীয় হাসপাতালে রেফার হরা হয়েছে। বাকি আক্রান্ত রোগীদের হোম কোয়ারেন্টিনে রেখে চিকৎসাসেবা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত মারা গেছেন ২৬ জন। এ অবস্থায় সকলকে প্রশাসনের কঠোর বিধি নিষেধ মানার আহবান জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহামুদুর রহমান রিজভী।
খুলনা গেজেট/কেএম