আজ ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে এ ইউনিয়নের পাড়া-মহল্লায় জমে উঠেছে উৎসবমুখর পরিবেশ। সবখানেই বইছে সাজ-সাজ রব। মাইকের মাধ্যমে নির্বাচনী প্রচারে মুখরিত ছিল প্রতিটি অঞ্চল। প্রচার প্রচারণা যেন ইউনিয়নের প্রতিটি পরতে পরতে।
নির্বাচনী এলাকা ঘুরে ও বিভিন্ন শ্রেণিপেশার ভোটারের সাথে কথা বলে জানা গেছে, অত্র ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের প্রচার আর ভোট প্রার্থনায় মুখরিত হয়ে উঠেছে প্রতিটি পাড়া-মহল্লা। অবাধ ও সুষ্ঠু পরিবেশে আজ রবিবার (২৬ ডিসেম্বর) চতুর্থ ধাপে যশোরের অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচনে ভোট গ্রহন চলছে।সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে ,চলবে বিকাল ৪টা পর্যন্ত। শীত উপেক্ষা করেই সকাল থেকেই প্রায় প্রতিটি কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গিয়েছে। ভোটারা উৎসব মূখর পরিবেশে ভোট দিচ্ছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উক্ত নির্বাচনে ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা এক লাখ ৪২ হাজার ৯৮। মহিলা ভোটার ৭০ হাজার ৯৩৪, পুরুষ ভোটার ৭১ হাজার ১৬৪। মোট কেন্দ্র ৮৬টি। ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০ জন, সংরক্ষিত আসনে ৯৫ জন ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ২৭১ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। উপজেলার ১নং প্রেমবাগ ইউনিয়নে প্রথমবারের মতো ইলেট্রনিক ভোটিং মেশিনে(ইভিএম) ভোট চলছে আর বাকি ৭ ইউনিয়নে ব্যালটের মাধ্যেমে ভোট গ্রহন হচ্ছে। ভোটাররা জানান, -প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের বর্তমান চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মফিজউদ্দিন এবং নির্বাচনে একাধিকবার অংশগ্রহণকারী আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মাওঃ মোঃ মশিউর রহমান এবং ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলামা মান্নু’র মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তবে সাধারণ ভোটাররা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতঃস্ফ‚র্তভাবে অংশগ্রহণ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। পাশাপাশি তারা যাতে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেদিকে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।