অভয়নগরে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। করোনা আক্রান্ত হয়ে এ পযর্ন্ত মারা গেছেন ৩৮ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ অঞ্চলে ২৪ ঘণ্টায় আর ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন । নতুন ৫৯ জনের নমুনা সংগ্রহ করে যশোর ও খুলনা ল্যাবে পাঠানো হয়েছে। উপজেলার পৌর ও ইউনিয়নে করোনা পজিটিভ পৌরসভার ১নং ওয়ার্ডে ২ জন, ২নং ওয়ার্ডে ৩ জন, ৩নং ওয়ার্ডে ১ জন, ৪নং ওয়ার্ডে ২ জন, ৫নং ওয়ার্ডে ৬ জন, ৬নং ওয়ার্ডে ৭ জন, ৮নং ওয়ার্ডে ১ জন, ৯ নং ওয়ার্ডে ১ জন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ইউনিয়নের প্রেমবাগ ইউনিয়নে ৩ জন, শুভনাঢ়া ইউনিয়নে ২জন ও সিদ্দিপাশা ইউনিয়নে ২জন।
এ পযর্ন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১৮৫ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে ২৯ জন, উন্নত চিকিৎসার জন্য খুলনা রেফার্ড করা হয়েছে ১০ জনকে। বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ৪০৫ জন। এ পর্যন্ত সুস্থ্য হয়েছে ১০৬২ জন। এ উপজেলায় মোট ৪৭১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ১৫০৫ জনের করোনা ধরা পড়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২২ টি ইউনিটকে রেড জোন হিসেবে চিহিৃত করা হয়েছে। ইয়োলো জোন করা হয়েছে ১২ ইউনিটকে। পরীক্ষা বিবেচনায় এ উপজেলায় শনাক্তের হার ৩১ দশমিক ৭৫ শতাংশ এবং মৃত্যু হার ২ দশমিক ৬ শতাংশ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আলীমুর রাজীব বলেন, করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ জন। এ রির্পোটি গতকাল মঙ্গলবার হাতে পেয়েছি । আক্রান্ত হয়ে উপজেলায় এ পযর্ন্ত মারা গেছেন ৩৮ জন। যে কারণে কঠোর বিধি নিষেধ সহ স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
খুলনা গেজেট/ টি আই