খুলনা, বাংলাদেশ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ নভেম্বর, ২০২৪

Breaking News

  সেনাকুঞ্জে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া
  ড. ইউনূসের বিরুদ্ধে করা ৬ মামলা বাতিল করেছে হাইকোর্ট

অভিষ্ট লক্ষ্যে এগিয়ে চলেছে খুলনা গেজেট

ডিএম রেজা সোহাগ

খুলনা গেজেট ৪র্থ বর্ষে পদার্পণ করেছে। নি:সন্দেহে এটি যতটা আনন্দের সংবাদ, তার চেয়ে বড় খুশির বিষয় হচ্ছে নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মাঝেও খুলনা গেজেট টিকে থাকতে পেরেছে, পাঠকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। দেশের গন্ডি ছাড়িয়ে খুলনা গেজেট এর পাঠক এখন বিশ্বের আনাচে কানাচে সব জায়গায় ছড়িয়ে পড়েছে, মুঠোফোনের এক ক্লিকেই বিশ্বের যে কোনো প্রান্তে পাঠকের মোবাইল স্ক্রীন অথবা জায়ান্ট স্ক্রীনে অনলাইন পোর্টালটির দেখা মিলছে। দেশে এবং বিদেশে ছড়িয়ে থাকা কোটি কোটি বাংলা ভাষা-ভাষীদের রোজকার সংবাদ চাহিদা পূরণ করছে খুলনা গেজেট।

শুরুতেই বলেছি, খুলনা গেজেট এর ৪র্থ বর্ষে পদার্পণ যতটা আনন্দের, তার চেয়ে বেশি খুশির বিষয় হচ্ছে খুলনা গেজেট টিকে গেছে। বর্তমান অবাধ তথ্য প্রযুক্তির যুগে একটি অনলাইন পোর্টাল খোলা খুবই সহজ বিষয়। হোস্টিং-ডোমেইন কেনার মত সামান্য সামর্থ্য থাকলেই রাস্তার পাশে চায়ের দোকান খোলার মত যে কেউ অনলাইন পোর্টাল খুলতে পারেন। সাংবাদিকতার কিছু না জানলেও রাতারাতি মালিকানা সূত্রে হয়ে যেতে পারেন সম্পাদক-বার্তা সম্পাদক-নির্বাহী সম্পাদক, আরো কত কী। কিন্তু মূল কথা হচ্ছে টিকে থাকা এবং পাঠকের আস্থা অর্জন করা। মান সম্মত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে না পারলে পাঠক একটি পোর্টালে দ্বিতীয়বার ক্লিক করবেন না। আস্থা থাকলে বারবার সেই পোর্টালের অলিতে গলিতে ঘুরে বেড়াবেন। খুলনা গেজেট পাঠকের সেই আস্থা অর্জনে পুরোপুরি সক্ষম হয়েছে।

একজন সংবাদ কর্মী হিসেবে অথবা পাঠক হিসেবে, রোজ একবার হলেও আমি খুলনা গেজেট পড়ি। কী নেই খুলনা গেজেট এ ? সবই আছে। শুধু সংবাদ দিয়ে পোর্টাল চলে না। চাই বিনোদন, খেলা, ধর্ম, অর্থনীতি, আইটি সংবাদ, সাহিত্য সহ নানা বিভাগ। খুলনা গেজেট পাঠক চাহিদার সবগুলো বিভাগই চালু রেখেছে এবং নিয়মিত আপডেট করা হয়। আন্তর্জাতিক সংবাদের বিভাগটি পড়লে আর অন্য কোনো পোর্টাল পড়ার দরকার থাকে বলে আমার মনে হয় না। মুক্ত ভাবনা বিভাগটি এক কথায় অসাধারণ।
খুলনা গেজেট সম্পর্কে একটি কথা সব শেষে না বললেই নয়। বর্তমান নানা রাজনৈতিক মেরুকরণের যুগে খুলনা গেজেট এখনও যথাসম্ভব তার নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছে। বিভিন্ন রাজনৈতিক মত ও পথের অনুসারীদের সংবাদ গুরুত্বের সাথে এখানে প্রকাশ করা হয়।

দক্ষ নাবিকের হাতে যেমন জাহাজ দিক হারায় না, তেমনি দক্ষ কিছু মানুষের হাতের ছোঁয়ায় খুলনা গেজেট তার অভিষ্ট লক্ষ্যে এগিয়ে চলেছে। পথটি বাঁধাহীন মসৃন নয়। বন্ধুর পথে এই চলা অব্যহত থাকুক। শুভ জন্মদিন খুলনা গেজেট।

লেখক : সংবাদকর্মী

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!