দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম উজ্জ্বল তারকার নাম রজনীকান্ত। বক্সঅফিসে একের পর এক উপহার দিয়েছেন ব্যবসা সফল সিনেমা। ক্যারিয়ারে এখন পর্যন্ত দেড়শোর বেশি সিনেমায় কাজ করেছেন রজনীকান্ত। সম্প্রতি অভিনয় জীবনে ইতি টানার গুঞ্জন উঠেছে এই অভিনেতার।
শোনা যাচ্ছে, ১৭১ তম সিনেমার কাজ শেষ করেই নাকি অভিনয় জীবনের অধ্যায় শেষ করতে চলেছেন রজনীকান্ত।
জানা গেছে, নির্মাতা লোকেশ কনগরাজের সঙ্গে এই সিনেমায় কাজ করেই পেশাদার অভিনেতা হিসাবে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন রজনীকান্ত।
এক সাক্ষাৎকারে তামিল ছবি নির্মাতা ও অভিনেতা মিশকিন জানান, ১৭১তম সিনেমায় কাজ করার পরেই নাকি আর অভিনয় করবেন না রজনীকান্ত।
তিনি আরও বলেন, নিজের অভিনয় জীবনের এই মাইলফলক সিনেমার জন্য লোকেশ কনগরাজের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রজনীকান্ত। পেশাদার অভিনেতা হিসাবে নিজের শেষ অধ্যায় যেন নিখুঁত হয়, সব রকম ভাবে তা নিশ্চিত করতে চান থালাইভা। যদিও এখনও পর্যন্ত এ প্রসঙ্গে মুখ খোলেননি রজনীকান্ত।
উল্লেখ্য, বর্তমানে মেয়ে ঐশ্বর্যা পরিচালিত ছবি ‘লাল সালাম’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন রজনীকান্ত। এতে ‘মইদিন ভাই’-এর চরিত্রে পর্দায় দেখা যাবে তাকে। সূত্র : আনন্দবাজার।
খুলনা গেজেট/এনএম