খুলনা, বাংলাদেশ | ২৯ কার্তিক, ১৪৩১ | ১৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনার বড় বাজারের পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
  আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অভিনেত্রী আফসানা মিমির বাবা মারা গেছেন

গেজেট ডেস্ক

ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে চিকিৎসাধীন অবস্থায় অভিনেত্রী আফসানা মিমির বাবা মারা গেছেন।

বৃহস্পতিবার (২৩ মে) সকালে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা সৈয়দ ফজলুল করিমের মৃত্যুর খবর জানান মেয়ে আফসানা মিমি।

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনয়শিল্পী আফসানা মিমি তার বাবার অসুস্থতা নিয়ে কিছুদিন ধরে বেশ ব্যস্ত ছিলেন। হাসপাতাল আর উত্তরার বাসা-এভাবেই কাটছিল তার সময়। পরিস্থিতির অবনতিতে গত কয়েক দিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

এক খুদে বার্তায় মিমি তার বাবার মৃত্যুর খবরটি জানালেন এভাবে, প্রিয়জন, আমার আব্বা সৈয়দ ফজলুল করিম আজ সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধু হাসপাতালের আইসিইউতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আব্বাকে আমরা হাসপাতাল থেকে মোহাম্মদপুর বাবর রোডে আল মারকাজুল-এ গোসল করিয়ে উত্তরায় আমাদের বাসায় নিয়ে যাব। ওখানে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে। তারপর আমরা তাকে নিয়ে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লায় আমার নানাবাড়ি যাব। সেখানেই দ্রুত দাফন সম্পন্ন হবে।

মিমি তার বাবার আত্মার শান্তির জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ যেন তার বাবাকে বেহেশত নসিব করেন, তার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। মিমির মা শিরীন আফরোজ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!