খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫, আহত ১০
  মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

অভয়নগরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে সড়ক দুর্ঘটনায় মাওলানা রাকিব উদ্দিন (৬০) (পদ্মবিলা হুজুর) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (২১ আগস্ট) সকালে উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তিনি যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের পদ্মবিলা গ্রামের আলিয়া মাদ্রাসা এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে। নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মুহাদ্দিস ও আকিজ জুট মিলস্ লিমিটিডের কেন্দ্রীয় জামে মসজদিরে ইমাম ও খতিব ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটের সময় মাদ্রাসার উদ্দেশ্য নওয়াপাড়া পীরবাড়ি জামে মসজিদের সামনে ভ্যান থেকে নামেন। যশোর-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকল তাকে সজরে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক জানায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাকিবুল ইসলাম বলেন, রাকিব উদ্দিন হুজুর মারাত্মক আহত হন। যে কারণে হাসপাতালের আনার আগেই তার মৃত্যু হয়েছে।

তার অকাল মৃত্যুতে অভয়নগরে শোকের ছায়া পড়েছে। তিনি প্রায় কয়েক যুগ ধরে কয়েক লক্ষ তালবেএলেমদের এলমেদিন শিক্ষা দিয়েছেন। বাদ যোহর নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা প্রাঙ্গণে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।পরে হুজুরের নিজ বাড়ি পদ্ম বিলায় দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানায় ।

মাদ্রাসা সুত্রে জানা যায়, মওলানা রাকিব উদ্দীন’র এক ছেলে ও দুই কন্যা সন্তান রয়েছে তবে গত ৩ বছর আগে হুজুরের সহধর্মিণীও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, সকালে একটি দূর্ঘটনার খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!