খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট
  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

অভয়নগরে রিভলবার গুলিসহ সন্তাসী আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের অভয়নগর থেকে একটি রিভলবার ও সাত রাউন্ড গুলিসহ জসিম সরদার নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব-৬ যশোরের সদস্যরা।

রোববার রাত সাড়ে আটটার দিকে জেলার অভয়নগর উপজেলার সিরাজকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। জসিম ওই এলাকার মৃত ওয়াজেদ আলী সরদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার ফ্লাঃ লেঃ মোঃ রাসেল। তিনি বলেন, অস্ত্রসহ আটক জসিম এলাকার অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল। তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনায় অভয়নগর থানায় মামলা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!