যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা নন্দির বটতলায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দু’জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে।
নিহতরা হলেন, নন্দির বটতলা গ্রামের ইব্রাহিম বিশ্বাস ছেলে সাবেক সেনা সদস্য ও ব্যবসায়ী ইসমাইল বিশ্বাস (৩৯) ও একই গ্রামের দাউদ মল্লিকের ছেলে মহসিন (৩০) ।
স্থানীয় যুবক ফারুক হোসেন জানান, ইসমাইল বিশ্বাস এদিন রাত ৯টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তার সাথে ছিল দোকানের কর্মচারী মহসিন। তারা বাড়ির কাছাকাছি পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় তারা রাস্তায় ছিটকে পড়লে তাদের শরীরের উপর দিয়ে ট্রাকের সামনে চাকা চলে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। এসময় স্থানীয়রা ছুটে এসে ঘটনাস্থলে দু’জনকে মৃত অবস্থায় দেখতে পেয়ে উত্তেজিত জনতা ট্র্যাকটিকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনায়স্থলে গিয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনেন।
মোটরসাইকে আরোহী দু’জনের মৃত্যুর বিষয়টি অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাদুল করিম নিশ্চিত করেন।
খুলনা গেজেট/এএজে