খুলনা, বাংলাদেশ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ড. ইউনূসের প্রতি প্রধান তিন রাজনৈতিক দলের অকুণ্ঠ সমর্থন: প্রেস সচিব

অভয়নগরে কৃষক দল সভাপতি হত্যার প্রতিবাদে বিক্ষোভ

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলামকে গুলি ও কুপিয়ে হত্যার প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ শে মে) সকাল ১১ টায় নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং বিক্ষোভ সমাবেশে শেষে এক প্রতিবাদ মিছিল নোয়াপাড়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ফরাজি মতিয়ার রহমান, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেন, থানা বিএনপি সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নোয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক মেয়র শ্রমিক নেতা রবিউল ইসলাম, থানা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুল্লাহ আসাদ, নোয়াপাড়া পৌর বিএনপির সহ-সভাপতি শাহ জুবায়ের হোসেন, থানা বিএনপির সংগঠনিক সম্পাদক কামাল হোসেন, অভয়নগর থানা যুবদলের সভাপতি বাকিউজ্জামান রানা, নোয়াপাড়া পৌর যুবদলের সাধারণ সম্পাদক সোহাগ হোসেনসহ অভয়নগর থানা নোয়াপাড়া পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে কৃষকদলের নওয়াপাড়া পৌর কমিটির সভাপতি তরিকুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এর আগে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে নিহতের বাড়িতে হাজির হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা কমিটির সভাপতি সাবেরুল হক সাবু, জেলা কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!