খুলনা, বাংলাদেশ | ২৪ ফাল্গুন, ১৪৩১ | ৯ মার্চ, ২০২৫

Breaking News

  ধর্ষণের মামলার বিচার দ্রুত নিষ্পত্তি করতে আইন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার : আইন উপদেষ্টা
  কোনো বাধা ছাড়া মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ হাইকোর্টের, শিশুটির বড়বোনকেও নিরাপত্তা দেয়ার নির্দেশ

অভয়নগরে ঈদ বাজারে নারী চোর চক্র সক্রিয়, আটক ৩

অভয়নগর প্রতিনিধি

অভয়নগরে ঈদ বাজারে সক্রিয় হয়ে উঠেছে নারী চোরচক্র। এমনই এক নারী চোরচক্রের ৩ সদস্যকে আটক করেছে যশোরের অভয়নগর থানা পুলিশ। শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার নওয়াপাড়া নূরবাগ বাসস্ট্যান্ড এলাকায় রওশনারা বেগম নামের এক গৃহিণীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরি করার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার নাংলা (দক্ষিণ একসরা) গ্রামের আজগর শানার স্ত্রী আসমা বেগম (৫০), একই গ্রামের মো. আব্দুর রউফের স্ত্রী টুনি বেগম (৪০) ও মো. হাসানের স্ত্রী কনিকা বেগম।

ভুক্তভোগী রওশনারা বেগম বলেন, আমার স্বামী যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে ‘যশোর ফিড’ নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। ঈদের বাজার করার জন্য শনিবার দুপুরে আমার মেয়ে লামিয়া (১০), ছেলে আব্দুল্লাহ (৪) ও ভাইয়ের স্ত্রী রুবাইয়া আক্তারকে সঙ্গে নিয়ে নওয়াপাড়া নূরবাগ বাসস্ট্যান্ডে পৌঁছাই। মহাসড়কের পাশে নূর জাহান মেডিসিন কর্ণারের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ৩ নারী আমার কাঁধে থাকা ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে ছয় হাজার ৫০০ টাকা চুরি করে। বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে পথচারী ও ব্যবসায়ীরা ৩ নারীকে ধরে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ এসে নারী চোরচক্রদের কাছ থেকে টাকা উদ্ধার করে এবং আটক করে থানায় নিয়ে যায়।

আটক নারীরা টাকা চুরির বিষয় অস্বীকার করে বলেন, নওয়াপাড়ায় ঘুরতে এসে বিপদে পড়েছি। ৬ হাজার টাকা উদ্ধার ও তাদের নামে খুলনা সোনাডাঙ্গা ও ডুমুরিয়া থানায় পৃথক চুরির মামলা রয়েছে জানতে চাইলে প্রশ্ন এড়িয়ে যান তারা।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বলেন, স্থানীয়দের সহযোগিতায় নারী চোরচক্রের সক্রিয় ৩ সদস্যকে আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে রওশনারা বেগম নামের এক গৃহিণী বাদী হয়ে টাকা চুরির মামলা করেছেন।

তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা ও ডুমুরিয়া থানায় চুরির পৃথক মামলা রয়েছে। এরা ঈদ বাজারের সক্রিয় নারী চোরচক্র। এদের সঙ্গে আর কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!