খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি
  নরসিংদীতে ব্যাডমিন্টন খেলার সময় যুবককে গুলি করে হত্যা
  ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
  ব্রাজিলে দুর্ঘটনায় বাসে আগুন, পুড়ে নিহত ৩৮

অবিভক্ত মেদিনীপুর নিয়ে ‘অস্তিত্বের খোঁজে’ প্রকাশিত

কলকাতা প্রতিনিধি

অবিভক্ত মেদিনীপুর সাহিত্য ও সংস্কৃতি সংসদের উদ্যোগে আজ রবিবার অনুষ্ঠিত হল ঈদ সংখ্যা ‘অস্তিত্বের খোঁজে’ পত্রিকার প্রকাশ অনুষ্ঠান৷ এটিই অবিভক্ত মেদিনীপুর জেলার প্রথম ঈদ সংখ্যা। অনুষ্ঠিত হল পাঁচখুরি -২ গ্ৰাম পঞ্চায়েত অফিস সভা কক্ষে, হরিশপুর, মেদিনীপুর সদর ৷

সৃজনশীল এই আড্ডায় উপস্থিত ছিলেন সেখ আব্দুল সাদেক (প্রধান, পাঁচখুরি-২ গ্ৰাম পঞ্চায়েত), গনি ইসমাইল মল্লিক (বনভূমি, কর্মাধ্যক্ষ – মেদিনীপুর সদর ব্লক), সরফরাজ খান (সম্পাদক, মেদিনীপুর টাউন মুসলিম কমিটি), প্রাবন্ধিক রোশেনারা খান, নজরুল খান (প্রধান শিক্ষক, কশবাগোলা হাইমাদ্রাসা), আসিফ আক্রাম (এবিপি, চেয়ারম্যান), আসফাক আহমেদ (সুফী সম্পাদক), কবি অভিনন্দন মুখোপাধ্যায়, শেখ রমজান আলি(প্রতিনিধি, বঙ্গীয় সাহিত্যিক অনুষ্ঠান সমিতি), বিশিষ্ট সমাজসেবী সুদীপ খাঁড়া ও কামরুল খান৷

অনুষ্ঠান যাঁর সঙ্গীত দিয়ে সূচনা হয়েছে জেলার বিখ্যাত পীর ফকিরের গানের বিশিষ্ট শিল্পী ইমরান খান, আধুনিক গানের কন্ঠশিল্পী মাতুয়ার মল্লিক, স্বল্পদৈর্ঘ্যর সিনেমার পরিচালক রকিবুল হাসান, কবি ইকবাল দরগাই, কবি নিসার আহমেদ, কবি পাহাড়ি খান , কবি রাজেশ আলি, কবি সেখ আসাদ আহমেদ, কবি জহর আলম, কবি শিরিন সরবার।

এছাড়া বহু নবীন প্রবীণ কবি, সাহিত্যিক , প্রাবন্ধিক স্বরচিত লেখা পাঠ করেছেন৷ পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন আলিম উদ্দিন মল্লিক ( সভাপতি, অবিভক্ত মেদিনীপুর সাহিত্য ও সংস্কৃতি সংসদ)৷ সর্বাত্মকভাবে সহযোগিতা ও অনুপ্রাণিত করেছেন সমাজসেবী শেখ আব্দুল খালেক, কবি শের মহম্মদ খান, কবি শেখ রউফুর রহমান এবং আরও অনেকে ৷

এই সাহিত্য সংগঠনের সম্পাদক সেখ আবুল সাহেব বলেন, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আগামী দিনে মহীরুহ যাতে লাভ করে তার জন্য আমাদের ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে আগামী প্রজন্মের জন্য ৷ পূর্ব মেদিনীপুর ,পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্ৰাম এই তিন জেলাকে সাহিত্য মোড়কে এনে একত্রিত করে বিশেষ ভূমিকা পালন করেছেন কবি ওয়াহেদ মির্জা ৷

যাঁদের সহযোগিতায় ছাড়া এই অনুষ্ঠান সম্পূর্ণ থেকে যেতো আজারুল পাঠান এবং সৈয়দ আসলামউল ইসলাম, সেখ মুন্না, সেখ সাহাদাত, সমসের খান, রাজেশ আলি, লিয়াকত আলিসহ অনেক সাহিত্যিক অনুরাগী ৷

খুলনা গেজেট / আ হ আ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!