খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন মোহাম্মদ নবি

ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের চূড়ান্ত সময়ে পৌঁছে গেছেন আফগানিস্তানের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলা মোহাম্মদ নবি। ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ অলরাউন্ডার ফরম্যাটটি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। আসন্ন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই তিনি বিদায় বলবেন ৫০ ওভারের ক্রিকেটকে। বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পরই নবি এই ঘোষণা দিয়েছেন।

বিষয়টি নিয়ে আফগান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গেও নাকি কথা হয়েছে তার। সেখানে ওয়ানডে ফরম্যাট থেকে বিদায় নিলেও, আন্তর্জাতিক টি-টোয়েন্টি চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন নবি। যা নিয়ে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের অফিসিয়াল ব্রডকাস্টারকে তিনি জানান, ‘গত (২০২৩) ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই আমি ফরম্যাটটি ছাড়ার কথা ভাবছিলাম। পরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা উত্তীর্ণ হই এবং আমার মনে হয়েছে এই টুর্নামেন্ট খেলে বিদায় নেওয়াটা ভালো হবে।’

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ১৬৭টি ওয়ানডে খেলেছেন নবি। কেবল তাই নয়, ব্যাট-বলে সমান পারদর্শীতা দেখিয়ে বর্তমানে তিনি ফরম্যাটটির এক নম্বর অলরাউন্ডারও। এর আগে ২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয় নবির। যেখানে আফগানদের হয়ে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ৩৬০০ রান করেছেন। ২৭.৪৮ গড়ে তার ফিফটি ১৭টি। এ ছাড়া বল হাতে শিকার করেছেন ১৭২ উইকেট। এদিক থেকেও তিনি দ্বিতীয় সর্বোচ্চ আফগান উইকেটসংগ্রাহক।

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে এই প্রতিযোগিতায় আফগানিস্তানের প্রথমবার অংশগ্রহণ। ভারতের মাটিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই তারা এই প্রতিযোগিতার টিকিট কাটে। বিশ্বকাপে তারা ছিল ষষ্ঠ সেরা দল। সেখানে পয়েন্ট টেবিলের প্রথম আট দলই খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন আসর। যদিও সেখানে জায়গা হয়নি সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা রয়েছে পাকিস্তানে, যদিও হাইব্রিড মডেলও আলোচনায় রয়েছে।

প্রসঙ্গত, লম্বা সময় ধরেই আফগানদের তিন ফরম্যাটে বিশ্বস্ত নাম মোহাম্মদ নবি। তার নেতৃত্বে এক সময়ের যুদ্ধ বিধ্বস্ত দলটি ২০১৫ বিশ্বকাপেও অংশ নিয়েছিল। সর্বশেষ ২০২১৯ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপও খেলেছেন তিনি। অন্যদিকে, নবি ২০১৯ সালে আন্তর্জাতিক টেস্ট থেকে অবসর নিয়েছেন।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!