খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩
  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

অবশেষে ২৯ পণ্যের দাম নির্ধারণ করে দিল সরকার

গেজেট ডেস্ক

অবশেষে ২৯ পণ্যের দাম নির্ধারণ করে দিল সরকার। এরমধ্যে যেমন আছে আলোচিত ডিম, ডাল, পেঁয়াজ, তেমনই আছে মাংস মাছের দামও। বাদ যায়নি কাঁচামরিচ, সবজি। উৎপাদক পর্যায় থেকে শুরু করে পাইকার ও খুচরা পর্যায় পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এই দাম। বলে দেওয়া হয়েছে উৎপাদন খরচও। আজ শুক্রবার (১৫ মার্চ) কৃষি বিপণন অধিদপ্তরে বাজার সংযোগ শাখা-১-এর মহাপরিচালক মো. মাসুদ করিমের স্বাক্ষরে মূল্য তালিকা প্রকাশ করা হয়।

সেই তালিকায় মুগ ডাল পাইকারি পর্যায়ে ১৫৮ টাকা ৫৭ পয়সা, যা খুচরা পর্যায়ে দাম নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা ৪১ পয়সা। আমদানিকৃত ছোলার খুচরা মূল্য ৯৮টাকা ৩০ পয়সা, খেসারির ডাল ৯২টাকা ৬১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, খুচরা পর্যায়ে কেজিপ্রতি গরুর মাংসের দাম ৬৬৪ টাকা ৩৯ পয়সা, ছাগলের মাংস এক হাজার তিন টাকা ৫৬ পয়সা, ব্রয়লার মুরগি ১৭৫ টাকা ৩০ পয়সা, সোনালি মুরগি ২৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, ডিমের দাম ১০ টাকা ৪৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বেশ কিছু মাছের দামও নির্ধারণ করে দিয়েছে সরকার। চাষের পাঙ্গাস ১৮০টাকা ৮৭ পয়সা এবং চাষের কাতল মাছ ৩৫৩ টাকা বেঁধে দেওয়া হয়েছে।

এ ছাড়া দেশি পেঁয়াজ ৬৫টাকা ৪০ পয়সা, দেশি রসুন ১২০টাকা ৮১ পয়সা, কাঁচামরিচ ৬০ টাকা ২০ পয়সা নির্ধারণ করেছে সরকার।

খুলনা গেজেট /কেডি

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!