খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

অবশেষে খুলনা শিপইয়ার্ড সড়ক ৪ লেন প্রকল্পের দরপত্র আহবান

বিশেষ প্রতিনিধি

দীর্ঘ প্রায় সাড়ে ৭ বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে রূপসা ট্রাফিক মোড় থেকে শিপইয়ার্ড হয়ে রূপসা সেতু পর্যন্ত সড়ক চার লেন প্রকল্পের কাজ। সড়কটি নির্মাণের জন্য বৃহস্পতিবার দরপত্র প্রকাশ করেছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। ৩ দশমিক ৭৭৮ কিলোমিটার দৈর্ঘের সড়কটি নির্মাণে ব্যয় হবে প্রায় ১৬০ কোটি টাকা।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, আগামী ৯ নভেম্বর দরপত্র জমা নেওয়া হবে। এরপর যাচাই-বাছাই শেষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটিতে অনুমোদনের জন্য পাঠানো হবে। ক্রয় কমিটির অনুমোদন পেলেই শুরু হবে নির্মাণ কাজ।

দেশের দক্ষিণ-পূর্বের জেলাগুলো থেকে খুলনা শহরে প্রবেশ করতে প্রায় ৭/৮ কিলোমিটার পথ ঘুরতে হয় নগরবাসীকে। রূপসা সেতুর নিচে দিয়ে মহানগরীতে প্রবেশের জন্য একটি সড়ক থাকলেও সেটি খুবই সরু। পদ্মা সেতু কেন্দ্রিক উন্নত যোগাযোগ ব্যবস্থার কথা মাথায় রেখে ১০ বছর আগে নগরীর রূপসা ট্রাফিক মোড় থেকে রূপসা সেতু পর্যন্ত সড়কটি ৪ লেনে উন্নীত করার উদ্যোগ নেয় কেডিএ। ২০১৩ সালের ৭ মে একনেকে প্রকল্প অনুমোদিত হয়। ৯৮ কোটি ৯০ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ের প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৬ সালের জুন মাসে। কিন্তু জমি অধিগ্রহণ এবং প্রকল্প সংশোধন সংক্রান্ত জটিলতায় কাজ পিছিয়ে যায়। পরবর্তীতে প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়ায় ২৫৯ কোটি টাকায়। গত ২১ জুলাই সংশোধিত প্রকল্পও একনেকে অনুমোদন হয়েছে। একনেকে কার্যবিবরণী প্রকাশের পরই দরপত্র প্রক্রিয়া শুরু করে কেডিএ।

কেডিএ থেকে জানা গেছে, রূপসা নদীর তীরকে বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে ৩ দশমিক ৭৭৮ কিলোমিটার দৈর্ঘের সড়কটি ৪ লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়। সড়কের দুই পাশে মানুষের হাটার জন্য প্রশস্ত ফুটপাত, মাঝখানে দশমিক ৯২ মিটার রোড ডিভাইডারে ফুলের বাগান করার পরিকল্পনা আছে। মূল রাস্তা, রোড ডিভাইডার, ড্রেন ও ফুটপাত মিলিয়ে সড়কটি ৬০ ফুট চওড়া হবে। প্রকল্পটির পরিচালকের দায়িত্বে রয়েছেন কেডিএ’র নির্বাহী প্রকৌশলী মোঃ আরমান হোসেন।

কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম জানান, ৮ অক্টোবর দরপত্র প্রকাশ করা হয়েছে। কাজ শুরু করতে এখন আর কোনো বাঁধা নেই। দরপত্র প্রক্রিয়া শেষ করতে দুই মাস সময় লাগবে। চলতি বছরের শেষে অথবা নতুন বছরের শুরুতেই সড়ক নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করা যায়।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!