খুলনা, বাংলাদেশ | ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ১০৪
  বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩
  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল

কুকুরমারাসহ শ্রুতিকটু ১১ প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

গেজেট ডেস্ক

কুকুরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ শ্রুতিকটু, নেতিবাচক এবং শিশু ও জনমনে বিরূপ প্রভাব ফেলে—এমন ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এগুলোর মধ্যে চুয়াডাঙ্গা জেলার ৯টি এবং নরসিংদী জেলার দুটি বিদ্যালয় রয়েছে। গতকাল সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবীর উদ্দিন (বিদ্যালয়-২) স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করা হয়।

সেখানে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা অনুযায়ী ১১টি সরকারি প্রাথমিকের নাম পরিবর্তন করা হয়েছে। অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, নরসিংদীর বেলাব উপজেলার কুকুরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রায়পুরা উপজেলার আদিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম ড. মনিরুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে। এ ছাড়া চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মরহুম ডা. মোকছেদ আলী মুন্সীগঞ্জ পশুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম ডা. মোকছেদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়; বটিয়াপাড়া শিয়ালমারী এজি বালিকা বিদ্যালয়ের নাম আব্দুল গণি সরকারি প্রাথমিক বিদ্যালয়; ভোদুয়া সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের নাম ভোদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; বড়বোয়ালিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বড়বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; ভোগাইল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম ভোগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়; হারদী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় নাম হারদী সরকারি প্রাথমিক বিদ্যালয়; কুমারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম দক্ষিণপাড়া প্রতিভা বিকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়; জীবননগর থানা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম জীবননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে আন্দুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!