খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর
  ফরিদপুরের নগরকান্দায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
বিএনপির দাবি

অবরোধে খুলনায় খন্ড খন্ড মিছিল, জেলা যুবদল সম্পাদকসহ গ্রেপ্তার ১০

গেজেট ডেস্ক

বিএনপি ডাকা দেশেব্যাপী দ্বিতীয় দফার টানা ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির প্রথম দিনে খুলনায় অবরোধ সমর্থনে থন্ড খন্ড মিছিল, মশাল মিছিল ও পুলিশের গ্রেফতারের মধ্যদিয়ে পালিত হয়েছে বলে দাবি খুলনার নেতারা।

দলটির দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার (৫ নভেম্বর) অবরোধ সমর্থনে জেলা যুবদল, মহানগর- জেলা ছাত্রদল ওখানজাহান আলী থানায় মিছিল করেছে ছাত্রদল থানা শাখা। এদিকে অবরোধের প্রথম দিনে যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদসহ ৯জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ, জেলা ছাত্রদলের জাহিদ হাসান শোভন, ১৯ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন অপু,  ২৬ নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি মুরাদ সিকদার, ১৩ নং ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ শহিদুল ইসলাম, যোগিপোল ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল হাই শিকদার রুমি, ২০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ এনামুল কবির, সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আলমগীর ও আড়ংঘাটা থানা বিএনপির সমর্থক মোঃ মনিরুল আলম। বিএনপির দপ্তর সুত্র জানিয়েছে শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের অধিকাংশকে বিশেষ ক্ষমতা আইনে আদালতে প্রেরণ করেছে। আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে।

খুলনা জেলা বিএনপির ও অঙ্গদলের মিছিল: যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ-এর নেতৃত্বে খুলনা জেলা বিএনপি ও অঙ্গদল রবিবার দুপুরে অবরোধ সমর্থনে সোনাডাঙ্গা মজিদ স্মরণীতে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলের যুবনেতা জাবির আলীসহ অনেকে উপস্থিত ছিলেন। মিছিল শেষে পুলিশ ধাওয়া করে ইবাদুল হক রুবায়েদকে গ্রেপ্তার করেছে।

মশাল মিছিল: মহানগর ছাত্রদলের সদস্য সচিব তাজিম বিশ^াসের নেতৃত্বে সোনাডাঙ্গা আল ফারুক সোসাইটি এলাকা থেকে মশাল মিছিল করেছে মহানগর ছাত্রদল। খুলনা সোনাডাঙ্গা আল-ফারুক মোড় থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। এসময় উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম খান, মোঃ হাসান ফকির, সৈয়দ ইমরান, হেদায়েত উল্লাহ দিপু, রিয়াজুল খান মুরাদ, হেলাল হোসেন, তরিকুল ইসলাম নকীব, মোঃ ইউসুফ শেখ, আব্দুল আহাদ শাহীন, মোঃ শাকিল আহমেদ, আরিফুল ইসলাম টুকু, নাম্মিন হোসেন মারজান, ইসরাইল হোসেন জিসান, ইমরান মল্লিক, হাফেজ মোঃ আসাদুল ইসলাম, আল-আমিন হাওলাদার, পারভেজ শিকদার রিপন, মনিরুজ্জামান আবীদ, রিদয়, ইয়াসিন রাব্বি, সৌরভ তালুকদার, তরিকুল ইসলাম নাহীদ, আকাশ, মামুন, ইয়াসিন, শান্ত, রমজান, ইব্রাহীম, ইমন, সবুজ, মেহেদী, হাফিজুল, মিরাজ, নুরনবী, শোয়েব, সায়েম, রাকিবুল ইসলাম সাজিদ প্রমুখ।

খানজাহান আলী থানা ছাত্রদল: খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মো. মাসুম বিল্লাহ’র  নেতৃত্বে অবরোধ সমর্থনে ফুলবাড়ি গেট এলাকার খুলনা-যশোর  মহাসড়কে মিছিল করেছে থানা ছাত্রদল। মিছিলে উপস্থিত ছিলেন, হাবিবুর রহমান বিপ্লব, ফয়সাল আহমেদ, মো: সিয়াম হোসেন, সাইফুল্লাহ তাজীম, স্বাধীন মির্জা, আলী হোসাইন, রাকিবুল ইসলাম, মোঃ সিফাত, আখীরুজ্জামান, রাফছি হাওলাদার হৃদয়, এছাড়া উপস্থিত ছিলেন যুবনেতা মেহেদী হাসান বাপ্পি, মোঃ জাহিদুল ইসলাম।

উল্লেখ্য, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং চলমান এক দফা দাবিতে ফের টানা দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। রবিবার ছিলো দ্বিতীয় দফায় অবরোধের প্রথম দিন।

অপরদিকে খুলনা বিএনপি নেতৃবৃন্দ দ্বিতীয় দফায় ৪৮ ঘন্টার অবরোধ সফল করতে খুলনাবাসির প্রতি আহবান জানিয়ে বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রোববারের অবরোধ সফল হয়েছে। সরকারের কোন নীলনকশাই এবার তাদেরকে রক্ষা করতে পারবে না। নেতৃবৃন্দ অনতিবিলম্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটককৃত নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন। রবিবার (৫ নভেম্বর) প্রদত্ত বিবৃতিতে বলেন, সরকার ও সরকারি দল তাদের নীলনকশার সাজানো নির্বাচনের ক্ষেত্র তৈরি করতেই বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলা-সন্ত্রাস চালিয়েছে ও আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে বিরোধীদের আন্দোলন দমনের অজুহাত সৃষ্টি করেছে। সারা দেশে তারা গ্রেফতার, সন্ত্রাস আর গুন্ডামির পথে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দখলদার এই সরকারের কোন নীলনকশাই এবার আর তাদেরকে রক্ষা করবেনা। গণআন্দোলন-গণঅভ্যুত্থানের পথে দেশের মানুষ এই  দুঃশাসন বিদায় দেবে। নেতৃবৃন্দ অবিলম্বে গণবিরোধী এই ভোট ডাকাত সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবি জানান।

বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি। – খবর বিজ্ঞপ্তির




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!