আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাল্কের গভর্নরকে তার নিজ অফিসে হত্যা করা হয়েছে। তার অফিসের সামনে বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করা হয়। খবর বিবিসি।
২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে নিহত হওয়া সবচেয়ে সিনিয়র কর্মকর্তা হলেন মোহাম্মদ দাউদ মুজাম্মিল।
তালেবান ক্ষমতায় আসার পর দেশটিতে একের পর এক সহিংসতার ঘটনা ব্যাপক কমেছে। কিন্তু তালেবানপন্থী বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অন্যরা একের পর এক হামলায় নিহত হয়েছেন। অনেকে দাবি করছেন এ ঘটনায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট দায়ী।
স্থানীয় পুলিশ জানিয়েছে, কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে এ সম্পর্কে তারা কিছুই জানে না। কেউ এখন পর্যন্ত দায় স্বীকার করেনি।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেন, যারা আমাদের গভর্নরকে হত্যা করেছে তারা ইসলামের শত্রু। অভিযান চালিয়ে তাদের বিচারের আওতায় আনা হবে।
পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের গভর্নর হিসাবে পূর্ববর্তী পোস্টিংয়ে মুজাম্মিল ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন বলে জানা গেছে। গত অক্টোবরে তাকে বাল্কে স্থানান্তর করা হয়।
বাল্ক পুলিশের একজন মুখপাত্র মুহাম্মদ আসিফ ওয়াজিরি বলেন, সকাল নয়টার দিকে গভর্নর অফিসের দ্বিতীয় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।