চপলতা ভৈরবের এঁকেবেঁকে যায়
দাঁড় টানে মাঝিদল ভাটিয়ালি গায়
সাজে কাল অপরূপ নদের দুকূল
শিমূলের ডালে ডালে লালরঙা ফুল।
বরষায় ঝরঝর ধারা খরতর
হৃদয়ে সে নদ যেনো বহে তরতর
কুলবধূ কলসিতে পানি নেয় কাঁকে
ফেলে আসা স্মৃতিগুলো শুধু পড়ে থাকে।
বাধা পড়ে গঙ্গা-ধারা জলাঙ্গি স্রোতের
প্রমত্তা ভৈরব যেনো হয় মরমর
অন্তরে অসহ ব্যথা হারানো বৈভব
চেতনায় কাটে দাগ নয়নে ভৈরব।
বারবার পড়ে মনে নিকট স্বজন
ভৈরব হে নদ তুমি হৃদয়ে ধারণ।
খুলনা গেজেট/এনএম