তুমি আমার কোন বাগানের ফুল
যে অনেক দামে ছিলো কেনা।
আমার অনেক দামে কেনা-
যাহার সাথে ছিলো পরিচয়
ছিলো যে অনেক চেনা।
আমি তো কোনো ভুল করি নি
তোমায় ভালবেসে –
তাই তো তোমায় ঠাই দিয়েছি
আমার হৃদয় দেশে।
যেখানেতে তোমায় করেছি
মনের মাঝে আপন,
তুমি আমার সপ্নলোকে
হৃদয় এঁকেছি সংগোপন।।
করেছি খরিদ ভালোবাসার বিনিময়ে
সপ্ন সাজানো ফুল,
তোমার জন্য আমার এ প্রান
হয়ে পড়েছে ব্যাকুল।
তোমার সাথে ছিল বুঝি
আমার কত পরিচয় –
কোনদিন হারাবে না কভু
এ বন্ধুত্ব নিশ্চয়ই।।
যখন থেকে আমার সনে
বাধলে এ বন্ধু চেনা,
তুমি আমার রত্ন ফুল
অনেক দামে কেনা।।