করোনাভাইরাসের প্রকোপ কাটিয়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়ে ক্রিকেট ফিরেছে। কিন্তু বাংলাদেশের ক্রিকেট মাঠে অন্য চিত্র। তবে দীর্ঘ চার মাসের বিরতির পর মুশফিকুর রহিমদের আগ্রহের কারণে স্বল্প পরিসরে অনুশীলনের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্বস্তির অনুশীলনে ফিরলেও আফসোস করছেন মুশফিক। জানালেন, ক্রিকেট চলমান থাকলে হয়তো অনেকগুলো ফিফটি বা সেঞ্চুরি করতে পারতেন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ (২৬ জুলাই) প্রথম পর্বের শেষ দিনে সূচিতে না থাকলেও অনুশীলন করেছেন মুশফিকুর রহিম। অনুশীলন শেষে এক ভিডিও বার্তায় মুশফিক জানান আন্তর্জাতিক ক্রিকেট ফেরাটা কিছুটা আফসোস বাড়াচ্ছে, খেলতে না পারায় মিস হচ্ছে ফিফটি বা সেঞ্চুরি করার সুযোগ।
মিস্টার ডিপেন্ডেবল বলেন, ‘খেলা দেখলে (টিভিতে) আফসোস লাগে। সারাদিন বাসায় বসে পরিবারের সাথে সময় কাটানো ও খেলাটাই দেখা হয়। একটু হলেও অনেকগুলো ফিফটি বা সেঞ্চুরি মিস হয়ে যাচ্ছে হয়তো। কিন্তু চেষ্টা করছি টিভিতে খেলা দেখে কীভাবে নিজেক মানসিকভাবে প্রস্তুত করা যায়। আর সব ঠিক থাকলে সামনে আমাদের কী কী খেলা সেগুলো নিয়েও মানসিক প্রস্তুতি নেওয়া। এছাড়া নতুন নিয়ম যেমন বলে অনেক কিছু ব্যবহার করা যাবে না, ব্যাটসম্যানদেরও একটা কঠিন সময় থাকে। সবকিছু দেখে ওখান থেকেও শিক্ষা নেওয়ার চেষ্টা করছি। আমাদের আন্তর্জাতিক ক্রিকেট যখন পুনরায় শুর হবে আবার যেন আগের অবস্থায় ফিরে যেতে পারি সেটাই চাই।’
মাঠে ফিরলে শুরুতে সমস্যা হলেও অনুশীলনের মাধ্যমে পরিবর্তিত নিয়মের সাথে মানিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন মুশফিকুর, ‘দেখেন সবকিছু আসলে মানিয়ে নেওয়ার ব্যাপার। আমরা কেউই চাই না যে বাসায় বসে থাকতে। গত চার মাস আমাদের প্রায় বাসায়েই বসে থাকতে হয়েছে। যে নিয়ম কানুন গুলো হবে সেগুলো অবশ্যই ভালোর জন্য। এবং এটা আমাদের মানিয়ে নিতে হবে। আমি মনে করি শুরুতে কিছুটা সমস্যা হলেও অনুশীলনে আয়ত্ত্বে আনতে পারলে ম্যাচ সমস্যা হবে না।’
খুলনা গেজেট/এএমআর