খুলনা, বাংলাদেশ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  একদিনে রেকর্ড ৪২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
  আবু সাঈদ হত্যা মামলায় পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  খুলনা সাতক্ষীরা মহাসড়কের হোগলাডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

অনূর্ধ্ব-১৯ দলের ট্রায়াল ম্যাচের চমক নতুন মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়ে ভারতের ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করেছিলেন মোস্তাফিজ। এর পর তার কাটারে কাটা পড়েছেন বাঘা বাঘা ব্যাটসম্যানরা। তবে এবার আলোচনায় মোস্তাফিজ জুনিয়র। অনূর্ধ্ব-১৯ যুবদলের হয়ে তোপ দাগাচ্ছেন তিনি। এই খুদে মোস্তাফিজে স্বপ্ন দেখছে বাংলাদেশ। সোমবার অনূর্ধ্ব-১৯ যুবদলের ট্রায়াল ম্যাচে জুনিয়র মোস্তাফিজ ৩০ রানে নিয়েছেন ৪ উইকেট।

মোস্তাফিজ জুনিয়রের পুরো নাম মোস্তাফিজুর রহমান রাব্বি। তাকে এখন মোস্তাফিজ জুনিয়র বলেই ডাকে সবাই। বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে নেমেছে আকবর আলীর দলের উত্তরসূরীরা। সেই লক্ষ্য সামনে রেখে ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল গড়ার প্রক্রিয়ার অংশ হিসেবে বিকেএসপিতে আয়োজন করা হচ্ছে বেশ কিছু ট্রায়াল ম্যাচ।

৪৫ ক্রিকেটারকে তিন ভাগে ভাগ করে বেশ কিছু ম্যাচ খেলা হবে। খেলোয়াড়দের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে এখান থেকেই নির্বাচকরা বাছাই করবেন প্রাথমিক দল।

সোমবার বিকেএসপিতে তিন দলের সিরিজের তৃতীয় ম্যাচে জুনিয়র মোস্তাফিজ মাত্র ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা বোলার হন।

নিজের এই সাফল্যের বিষয়ে এক ভিডিওবার্তায় জুনিয়র মোস্তাফিজ বলেন, ‘অনেক দিন পর ম্যাচ খেললাম। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, চারটা উইকেট পেয়েছি। আত্মবিশ্বাস অনেক বেড়েছে। ইনশাআল্লাহ সামনে আরও ভালো হবে।’

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!