করোনা পরিস্থিতির পর আগামী ২২ আগস্ট থেকে শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। আকবর-শামীমদের উত্তরসূরীর খোঁজে মোট ৪৫ ক্রিকেটারকে নিয়ে বিকেএসপিতে চার সপ্তাহের ক্যাম্প হবে। ক্যাম্পে ৪৫ ক্রিকেটারের মধ্যে খুলনা বিভাগ থেকে সুযোগ পেয়েছেন ৬ ক্রিকেটার। এরই মধ্যে খুলনা বিভাগীয় কোচ মনোয়ার আলী মনুর মাধ্যমে এসব ক্রিকেটারকে নির্ধারিত সময়ে ক্যাম্পে যোগ দেয়ার জন্য বলা হয়েছে।
৪৫ ক্রিকেটারের মধ্যে সুযোগ পাওয়া খুলনা বিভাগের ক্রিকেটাররা হলেন প্রান্তিক নওরোজ নাবিল, আশিকুর রহমান আশিক, হাবিবুর রহমান মুন্না, সিয়াম আল সাকিব, কাজী সুমন ও শাহরিয়ার সাকিব। এর মধ্যে ৪ জনের জন্মস্থানই খুলনা জেলায়।
এদের মধ্যে প্রান্তিক নওরোজ নাবিলের বাড়ি খুলনা জেলাতে। নাবিল এরই মধ্যে সর্বশেষ অনুষ্ঠিত বিশ্বকাপজয়ী বাংলাদেশ যুব ক্রিকেট দলের সদস্য। নাবিল বিকেএসপির প্রশিক্ষনার্থী। আশিকুর রহমান আশিক ডান হাতি মিডিয়াম পেস বোলার, আশিকের জন্মস্থান সাতক্ষীরায়। আশিক সর্বশেষ অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতায় খুলনা বিভাগের হয়ে খেলেছেন। উইকেট কিপার ব্যাটসম্যান হাবিবুর রহমান মুন্নার বাড়িও খুলনাতে। মুন্নাও সর্বশেষ অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে খুলনা বিভাগের খেলোয়াড়। স্পিন অল রাউন্ডার সিয়াম আল সাকিব অনিমও খুলনা জেলার বাসিন্দা। তিনিও সর্বশেষ অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে খেলছেন খুলনা বিভাগের হয়ে।
টপ অর্ডার ব্যাটসম্যান কাজী সুমনের জন্মস্থান খুলনায়। তবে সর্বশেষ অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটে তিনি খেলেছেন বিকেএসপির হয়ে। এর আগে অন্য সব বয়স ভিত্তিক প্রতিযোগিতায় তার দল ছিলো খুলনা বিভাগ। দলে সুযোগ পাওয়া আরেক ক্রিকেটার টপ অর্ডার ব্যাটসম্যান শাহরিয়ার সাকিব। এই ক্রিকেটারের জন্মস্থান যশোরে। যশোরের এই ক্রিকেটার সর্বশেষ মৌসুমে অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে খেলেছেন বিকেএসপির হয়ে। এর আগে অবশ্য তাকে দেখা গিয়েছে খুলনা বিভাগের জার্সিতে।
এদিকে খুলনা বিভাগের ক্রিকেটারদের সাথে যোগাযোগ করেছেন বিসিবির ডেভলেপমেন্ট খুলনা বিভাগীয় কোচ মনোয়ার আলী মনু। তিনি ক্রিকেটারদের পরিবারের করোনা সংক্রান্ত খবর নিয়েছেন। জাতীয় ক্যাম্পে সুযোগ পাওয়ায় সব ক্রিকেটারকে অভিনন্দনও জানিয়েছেন।
খুলনা গেজেট/এএমআর