খুলনা, বাংলাদেশ | ২০ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে জনসংযোগ কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির
  ২০২৪ সা‌লে দে‌শে দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত, আহত ১৩ হাজার ১৯০ জন : যাত্রী কল্যাণ সমিতি

অনুপমের সাবেক স্ত্রীকে বিয়ে করছেন পরমব্রত

বিনোদন ডেস্ক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় বিয়ে করেছিলেন পিয়া চক্রবর্তীকে। দীর্ঘ ছয় বছরের দাম্পত্য জীবন কাটানোর পর তাদের সংসার ভাঙে ২০২১ সালে। সংসার ভাঙার পর দু’জনেই যৌথ ভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছিলেন।

কিন্তু সে সময়ই গুঞ্জন রটেছিল, পরমব্রতের সঙ্গে পিয়া প্রেম করছেন বলেই নাকি অনুপমের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। যদিও এ অভিযোগ অস্বীকার করে পরমব্রত দাবি করেন— ‘পিয়া তার বন্ধু।’

অবশেষে ‘বন্ধুর’ সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন পরমব্রত চ্যাটার্জি। সোমবার (২৭ নভেম্বর) গাঁটছড়া বাঁধবেন পরমব্রত-পিয়া। খবর: হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে জানিয়েছে, আগেই জানা যায়, পরমব্রতর বাড়িতে পিয়ার যাতায়াত বেড়েছে। মাঝে পরমব্রত শুটিংয়ের জন্য দীর্ঘ দিন লন্ডন ছিলেন। সে সময় পরমব্রতর সঙ্গে দেখা করতে পিয়াও লন্ডনে গিয়েছিলেন। কিছু দিন আগে পিয়া এবং তার মায়ের সঙ্গে পরমব্রতকে পার্ক স্ট্রিটের এক রেস্তোরাঁয় দেখা যায়। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, এই নভেম্বরে বিয়ে করবেন তারা। অবশেষে আজ সন্ধ্যায় বিয়ে করছেন এই যুগল। আইনি বিয়ে সারবেন তারা। অতিথি বলতে ইন্ডাস্ট্রির বিশেষ কাউকে আমন্ত্রণ জানাননি। মূলত পরিবার এবং তাদের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত থাকবেন।

বসন্তের এক সন্ধ্যায় পিয়া চক্রবর্তীর সঙ্গে পরিচয় হয় অনুপম রায়ের। এরপর গড়ে উঠে বন্ধুত্ব, তারপর প্রেম। ২০১৫ সালে সাতপাকে বাঁধা পড়েন এই যুগল। ২০২১ সালের ১১ নভেম্বর এক টুইটে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন অনুপম রায়।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!