বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রকল্প পরিচালক আশিকুজ্জামান ভূঁইয়া পদত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আব্দুর রউফ।
এ বিষয়ে বশেমুরবিপ্রবির রেজিস্ট্রার মো: আব্দুর রউফ স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক আশিকুজ্জামান ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় এবং বিভিন্ন টিভি চ্যানেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও আর্থিক দুর্নীতি সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে। এ নিয়ে তিনি প্রকল্প পরিচালক হিসেবে বিব্রতবােধ করায় পদ হতে অব্যাহতি চেয়ে কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে অব্যাহতি প্রদান করা হলো।
এ সম্পর্কে আশিকুজ্জামান ভূঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
প্রসঙ্গত, ২০১৯ এর ১৭ জুলাই আশিকুজ্জামান ভুঁইয়াকে বশেমুরবিপ্রবি অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এরপরই এই প্রকল্পে ঘটে একের পর এক অনিয়মের ঘটনা। আর চাঞ্চল্যকর এসকল অনিয়মের বিষয় সংস্কৃতি ও ধর্ম বিষয়ক অডিট অধিদপ্তরের প্রতিবেদনেও উঠে আসে।
বশেমুরবিপ্রবি’র প্রকল্প পরিচালক আশিকুজ্জামান ভুঁইয়ার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে গত ২২ ডিসেম্বর খুলনা গেজেটে প্রতিবেদন প্রকাশিত হয়।
খুলনা গেজেট/কেএম