প্রকৃতি সবুজে বিকশিত বৃক্ষের ডালে পল্লব ছায়ায় –
নিয়ত জীবন সুখের নিঃশ্বাস,- স্রোতস্বিনী নদীর,
সাগর মোহনায়…!!
চিরকাল অনায়াসে স্বপ্নের বাসনা হৃদয়ে ধরে রাখি
দয়াময় প্রভুর স্মরণে। সংসার মায়াজালে
সর্বকালের শতো আকুলতায়…!!
আকাশের ঘনসাঁঝ, মেঘপুঞ্জে, চাঁদের উজ্জ্বল কিরণ আভায়,
কতো দৃশ্য স্মৃতি, মনের মুকুরে জাগ্রত জ্যোৎস্নাধারায়।
সোবহে সাদেকের উষা বেলায়, আকাশনীলে
ধ্রুবতারা জ্বলে, শুভ্র আলোয় ভরা মিটি মিটি তারায়।
গাছের শুকনো ডালে পত্রগুল্মে, জীবনতরী, জ্বলে
আর নিভে, চৈত্রের খরায়; ঝরাপাতায়…!!
জীবন কুঞ্জে বেলা শেষে ঘনিয়ে আসে ঝড়ো
– হাওয়া, প্রেমের ঐশ্বর্যে প্রকৃতি চৈতন্যে, আনন্দসুখ,
বাস্তব নির্যাসে যতো ফুলের পাঁপড়ি হাসে!!
অসীম করুনায়, মহান প্রভু সর্বশক্তিমানে, সকল
অনুগ্রহ, নিঃশ্বাসে নিঃশ্বাসে স্পন্দনে এতো কাল,
– অনেক আবেগ আকাঙ্ক্ষায় হৃদয়ের মাঝে
শান্তি-সুখ খুঁজি আকুল ফরিয়াদে, প্রভুর
কাছে চির মমতায় পরম স্নেহেরই ছায়ায়…।।
এতো বিচিত্র সবুজাভ বনানী, ফুলের সৌরভে শোভিত
এই ধরায়,- খুঁজি অনাবিল সুখ, কালে কালে, যুগে
যুগে, সত্যের অন্বেষায়। আকাশে রংধনু রং
নীলিমা দিগন্তে লাল সবুজে –
-ছড়ায়, প্রকৃতির ভালোবাসায়!!
জীবন গড়ি পুন্য কাজে, প্রানান্ত কায়িক শ্রমে, পরমসুখ
অন্বেষায়। ইসলামী ভ্রাতৃত্ব অটুট বন্ধনায়!!
কখনো আবেগে জাগ্রত বাসনা ডুবে-নীরবে
তপ্ত মৃত্তিকায়। ইতিহাসের অমর কথা
শ্বেতপাথরে খোদাই করে লিখা থাকে গৌরবোজ্জ্বল
অনন্ত মহিমায়। সদা, স্রষ্টার স্মরণ, নাজাতের
পথ খুঁজিতে “দিবস রজনী মশগুল’, হই
– প্রার্থনায়” – প্রেমময়ের সান্নিধ্য পেতে, একান্ত
সাধনা, উপাসনায়, প্রকৃতি সৌন্দর্য সুষমায় …!!
লেখক: Abdus Salam Khan Pathan
Ex-Director, Islamic Foundation Bangladesh
Phone: 01711473561, 01857541855
Postal Address:
House: 14, Road: 3/C, Sector: 9
Uttara, Dhaka 1230, Bangladesh
খুলনা গেজেট/এমএম