খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

অনলাইনে ২য় টার্মের ক্লাস শুরু খুবিতে

মেহেদী হাসান বাপ্পী, খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অনলাইনে দ্বিতীয় টার্মের ক্লাস শুরু হয়েছে। ১ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে সকল বর্ষের শিক্ষার্থীদের নতুন এই টার্মের ক্লাস শুরু হয় ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে সকল শিক্ষার্থী যাতে অনলাইন ক্লাসে যুক্ত হতে পারে সেজন্য অস্বচ্ছল শিক্ষার্থীদের প্রয়োজনীয় ডিভাইস এবং ইন্টারনেট প্যাকেজ ক্রয়ের সুবিধার্থে বিনাসুদে পাঁচ হাজার টাকা শিক্ষা ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে ।

গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শরীফুল ইসলাম খুলনা গেজেটকে জানান, করোনার কারনে অনেকেই পড়ালেখা থেকে একটু হলেও দূরে সরে গেছে। অনলাইন ক্লাসের সবচেয়ে বড় সুফল সেশন জটের পরিমাণ অনেকটা কমে যাবে। এছাড়া দীর্ঘদিন পর অনলাইনে প্রিয় শিক্ষক ও সহপাঠীদের সাথে সাক্ষাৎ হলে একঘেয়েমি জীবন থেকে কিছুটা মুক্তি মিলবে।

খুবি’র পরিসংখ্যান ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহামুদুল হাসান মিল্লাত বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ২য় টার্মের ক্লাস শুরু করার সিদ্ধান্ত অবশ্যই প্রশংসনীয়। তবে অস্বচ্ছল শিক্ষার্থীদের পক্ষে ডিভাইস ক্রয় এবং ইন্টারনেট খরচ বহন করা কঠিন হয়ে পড়বে। আশা করি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত এ সমস্যার সমাধান করবেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ছোটন দেবনাথ বলেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের পড়ালেখা স্থবির না রেখে তারা যাতে পড়ালেখার সাথে সম্পৃক্ত থাকে এজন্যই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া হাতে প্রচুর সময় থাকার কারণে শিক্ষার্থীরা যাতে খারাপ কোনো দিকে না যেয়ে পড়ালেখার প্রতি মনোযোগ ফিরিয়ে আনতে পারে সে ব্যাপারেও অনলাইন ক্লাস সহায়ক হবে।

উল্লেখ্য, গত ১ জুলাই উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের সাথে ভিডিও কনফারেন্স সভায় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা সাপেক্ষে ১ সেপ্টেম্বর থেকে অনলাইনে দ্বিতীয় টার্মের ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয় ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!