খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

অনলাইনে নির্বাচনী প্রচারণার জোর প্রস্তুতি নিচ্ছে আ. লীগ : কবির বিন আনোয়ার

গেজেট ডেস্ক

ডিজিটাল প্লাটফর্মকে কাজে লাগিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। পাশাপাশি তুলে ধরা হবে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডও।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

তিনি বলেন, এই কর্নার থেকে প্রতিটি উপজেলা তথা ইউনিয়ন পর্যায়ে কিছু তরুণদের তৈরি করা হবে। যারা অনলাইন প্লাটফর্মে নৌকার পক্ষে ক্যাম্পেইন করবে। পাশাপাশি সরকারের বিরুদ্ধে গুজব রুখে দিয়ে সার্বিক উন্নয়ন বার্তা ভোটারদের কাছে পৌঁছে দিবে।

কবির বিন আনোয়ার বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে। গেল ৩ বারের মতো এবারও বাংলাদেশের জনগণ শেখ হাসিনার পক্ষেই রায় দিবেন।

তিনি বলেন, ‘জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের নির্বাচন করে প্রমাণ করা হবে, আওয়ামী লীগ সঠিক পথে আছে। দেশের মানুষ কখনই ভুল করেনি, তারা সঠিক রায়টাই দিয়ে থাকে। এবারও তারা বঙ্গবন্ধুকন্যাকে বিপুলভাবে জয়যুক্ত করবে। যদি আমরা দলীয় কর্মীরা আমাদের কাজ ঠিকমতো করি।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ জিতলে বাংলাদেশ জিতে। আর আওয়ামী লীগ হারলে স্বাধীনতাবিরোধীরা চাঙা হয়ে ওঠে। এই শক্তিকে মোকাবিলার জন্য আজকে আমাদের স্মার্ট দল গঠনের অভিযাত্রা।’

এ উপস্থিত ছিলেন সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ সদর আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেকসহ সিনিয়র নেতাকর্মীরা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!