রামপাল থানা পু্লিশ ও র্যাবের সহযোগীতায় অধ্যাপক জাফর হত্যায় জড়িত যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তিনজন আসামী গ্রেপ্তার করেছে। দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। যশোর কোতোয়ালি থানার জিআর ৭২০/৯২ ও এসসি ৩৬০/২০০২ এর একটি হত্যা মামলার আসামী তারা।
পলাতক গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রামপালের আদাঘাট গ্রামের মৃত আসমত আলীর ছেলে এনায়েত হোসেন (৬০), গৌরম্ভা গ্রামের আজিম উদ্দিনের ছেলে মান্নান ওরফে ছোট (৬৫) ও একই গ্রামের হাকিম বয়াতির ছেলে হান্নান বয়াতি (৭০)।
জানা গেছে, গৌরম্ভা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ও বর্ণি গ্রামের বাসিন্দা অধ্যাপক আবু জাফর ঢাকা থেকে রামপালে ফিরছিলেন। পতিমধ্যে যশোরের খাজুরা এলাকায় সড়কের উপর গাড়ী থামিয়ে কতিপয় ঘাতকরা তাকে গুলি করে হত্যা করে।
ওই ঘটনায় যশোর কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তার স্বজনেরা।
হত্যার ঘটনায় রামপালের বেশ কয়েকজন কে আসামী করা হয়। দীর্ঘ শুনানী শেষে যশোরের বিজ্ঞ আদালত আসামীদের যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত করেন। আসামীদের মধ্যে কয়েকজন পলাতক ছিল।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) রামপাল থানা পু্লিশ র্যাবের সহযোগীতায় যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত তিন আসামীকে শুক্রবার (২৫ আগষ্ট) বেলা ১১ টায় বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম আসামীদের গ্রেফতার ও জেলহাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/ টিএ