খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ

অধ্যক্ষের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন, হিসাব সহকারী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষের স্বাক্ষর নকল করে চেকের মাধ্যমে অর্থ উত্তোলনের ঘটনায় হিসাব সহকারী অসিত কুমার দে’কে বরখাস্ত করা হয়েছে।

সোমবার অধ্যক্ষ প্রফেসর জিয়াউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে অভিযুক্তকে বরখাস্তের বিষয়টি অবহিত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকর্মীদের কাছে চিঠিটি পৌছায়। এর আগে গত ১৪ জুন অবৈধ ভাবে টাকা উত্তোলনের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে কলেজ প্রশাসন। তারও তিন দিন আগে ১১ জুন অস্থায়ী ভাবে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত হিসাব সহকারি অসিত কুমার দে জনতা ব্যাংক থেকে স্বাক্ষর জাল করে ২৪ হাজার ১৯২ টাকা তুলে নেয়।

তদন্ত প্রতিবেদনে উল্লেখিত তথ্যমতে, গত ৭ মে থেকে ১৪ জুন পর্যন্ত জালিয়াতির মাধ্যমে অসিত কুমার দে কমপক্ষে ৮০ হাজার টাকা তসরুপ করেছেন। এ ব্যাপারে কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় অভিযুক্ত অসিতের কার্যকলাপ সন্তোষজনক নয় এবং কলেজের আর্থিক সুরক্ষা হুমকির মুখে বলে উল্লেখ করেন সদস্যরা। যার কারনে নিয়োগ পত্রের শর্ত মোতাবেক তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া আগামী এক মাসের মধ্যে আত্মসাৎকৃত টাকা ফেরত না দিলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে।

এ বিষয়ে সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ জিয়াউল ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় কমিটির সুপারিশ অনুযায়ী অসিত কুমার দে’কে বরখাস্ত করা হয়েছে।

খুলনা গেজেট/ বিএম শহিদুল




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!