খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দুদক সংস্কারে ৪৭ প্রস্তাবনা কমিশনের; কাল দেয়া হবে প্রধান উপদেষ্টা কে
  ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল
ইমরানের বিরুদ্ধে অনাস্থা

অধিবেশন শুরুর কিছুক্ষণ পর ইশার নামাজের জন্য স্থগিত

আন্তর্জা‌তিক ডেস্ক

প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট এড়াতে পিটিআই সরকারের তুমুল প্রচেষ্টা সত্ত্বেও শনিবার সকাল সাড়ে ১০টায় পাকিস্তানের পার্লামেন্টে তার ভাগ্য নির্ধারণী অধিবেশন শুরু হয়। নানা নাটকীয়তা আর তৃতীয়বারের মতো মুলতবি হয়ে যাওয়া এই অধিবেশন স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরুর কিছুক্ষণ পর ইশার নামাজের জন্য আবারও স্থগিত করা হয়েছে।

পাকিস্তানের দৈনিক ডন বলছে, ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের অধিবেশন চতুর্থবারের মতো মুলতবি করা হয়েছে। ইশার নামাজ শেষে স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় এই অধিবেশন শুরুর কথা রয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে দেশটির সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে শনিবার সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরু হয়। তিনবারের বিরতি শেষে ইফতারের পর অধিবেশন শুরু হলেও কিছুক্ষণ চলার পর ইশার নামাজের জন্য আবারও তা রাত সাড়ে ৯টা পর্যন্ত মুলতবি করা হয়।

সংসদের কয়েকটি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, সরকারের পরিকল্পনা অনুযায়ী আজ অনাস্থা ভোট অনুষ্ঠিত নাও হতে পারে। অন্যদিকে, জাতীয় পরিষদের সচিবালয় সূত্র বলছে, অধিবেশন চলবে রাত ১২টা পর্যন্ত।

এর আগে, পাকিস্তানি এই সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার ভোট আয়োজনে অস্বীকার করেছেন। কারণ হিসাবে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার দীর্ঘ ৩০ বছরের সম্পর্ক রয়েছে। যে কারণে তিনি ভোট আয়োজন করে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারেন না।

বিরোধীরা ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে পূর্ণ শক্তি নিয়ে সংসদে হাজির হয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী ইমরান খান আজকের এই অধিবেশনে উপস্থিত হননি। তার দলের কয়েকজন সংসদ সদস্যও বিরোধীদের দলে যোগ দিয়েছেন।

এদিকে, অনাস্থা ভোটের মুখোমুখি হওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকেছেন। শনিবার স্থানীয় সময় রাত ৯টায় এই বৈঠক ডাকা হয়েছে। সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বিশেষ বৈঠকে সভাপতিত্ব করবেন; যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

অনাস্থা ভোটে ইমরান খানকে হারাতে ৩৪২ সদস্যের জাতীয় পরিষদে বিরোধীদের কমপক্ষে ১৭২ জনের সমর্থন প্রয়োজন। প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে দেশটির ১০টি বিরোধীদল ঐক্যবদ্ধ হওয়ায় সংসদে তাদের সদস্য সংখ্যা ১৭৬ জনে দাঁড়িয়েছে। যা ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার জন্য যথেষ্ঠ।

এদিকে, কয়েক দফায় সংসদের অধিবেশন মুলতবি হওয়ার মাঝেই ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সরকার সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে পিটিশন দায়েরের প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু রমজানের কারণে আদালত আগেই বন্ধ হয়ে যাওয়ায় এই পিটিশন এখনও দাখিল করা যায়নি। তবে পিটিআইয়ের আইনি পরামর্শক আজহার সিদ্দিক বলেছেন, পিটিশন দায়েরের প্রক্রিয়া সোমবার সম্পন্ন হবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!