আইসিসি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে দুরন্ত সূচনা করেছে দক্ষিণ আফ্রিকা। প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩১২ রানের লক্ষমাত্রা দিয়েছে প্রোটিয়রা।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) লখনৌর একানা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং শুরু করে দক্ষিণ আফ্রিকা। উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি ককের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১১ রান সংগ্রহ করে প্রোটিয়ারা।
লখনৌতে ব্যাটিংয়ের প্রথম থেকেই মারমুখী ভূমিকায় অবতীর্ণ হন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটার ডি কক। অধিনায়ক বাভুমাকে নিয়ে ১০৮ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। ৩৫ রানে ম্যাক্সওয়েলের বলে ফিরে যান বাভুমা। ভ্যান ডার ডুসেনকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন ডি কক। ২৬ রানে আউট হন গত ম্যাচের সেঞ্চুরিয়ান। ৩৫ ওভারের সময় ১৯৭ রানের সময় সাজঘরে ফেরেন বিশ্বকাপে টানা দুই শতক হাঁকানো ডি কক। ৮টি চার ও ৫টি ছক্কায় ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি তুলে নেন প্রোটিয়া ব্যাটার।
চতুর্থ উইকেটে ৬৬ রানের পার্টনারশিপ গড়েন ক্লাসেন ও মার্করাম। ক্যারিয়ারের অষ্টম ফিফটি তুলে ৫৬ রানে ফিরে যান ডানহাতি এই ব্যাটার। মাত্র ৪ রানের ব্যবধোনে ক্লাসেনও সাজঘরে ফেরেন হ্যাজেলউডের শিকারে পরিণত হয়ে। শেষ দিকে ব্যাটিংয়ে ঝড় তোলেন মিলার ও জেনসেন। ৩ ছক্কা ও ১ চারে ২৬ রানের ক্যামিও খেলেন জেনসেন। এছাড়া মিলার ১ ছক্কা ও চারে ১৭ রানে স্টার্কের বলে বোল্ড হন। এরই সঙ্গে টানা দুই ম্যাচে তিনশো’র উপরে রান সংগ্রহ করল প্রোটিয়ারা। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিশেল স্টার্ক।
খুলনা গেজেট/ টিএ