১.
অনেক দিন গত হয়েছে, অনেক বর্ষ বিদায় –
অচেনা পথ পাড়ি দিতে এখনতো জীবনের প্রান্ত সীমায় ,
আগের মতো নেই তেমন কোলাহল, শব্দময় কবিতার
পংক্তিমালার উচ্চারণ।
অনেক আবেগ লুকিয়ে আছে, উত্তাল ঢেউয়ে প্রবালে
স্বপ্নিল সাগরের নোনাজলের প্রাণ বন্যায়।
মেঘমালা সাঁঝে আকাশ ঢাকে সন্ধ্যা ঘনায়,
রজনী প্রহরে অগণিত তারকা ঝলমল ফোটে
অপরূপ সাজে দিগন্ত সীমায় -। শুভ্র ধ্রুবতারা
জ্বলে ভোরের নির্মল হাওয়ায়।
আলোকিত দিন গত হয় অনেক ভাবনায়, আলোর
পথে জীবনতরী নিস্তরঙ্গ নদীতে ভেসে যেন না যায়!
জীবনের দিক বিদিক সকল অর্জন, অনাবিল সুখ
সালাতের মর্মকথা জানায়। ধর্মীয় জীবন উজ্জীবন
– পবিত্র জীবনের সকল আরাধনায়,
পুলসিরাত যেনো পাড়ি দিতে নির্ধিধায়।
অচেনা পথ পাড়ি দিতে যেনো গভীর ঘুমে না থাকি;
স্বপ্নজাল মায়ায়।
জীবনের স্তরে স্তরে প্রকৃতির রূপ দেখি, আকুল ভাবনায়
তমসাবৃত সবুজ বৃক্ষ ছায়ায়।
অনন্ত জীবনের একাকীত্ব যাপনা স্রষ্টার স্মরণ, সদা
– কায়মনে প্রার্থনায়।
নির্মল জীবনবোধ ডুবে না যেনো নোনা দরিয়ায়।
২.
ওঁত পেতে থাকা ছন্দময় জীবন বিস্ময়, তন্ময়
কাব্য প্রেম মায়ায়।
অনিন্দ্য সুখ, সকল ধৈর্য্যে, জ্ঞান সাধনায়,
প্রকৃতির রূপে রঙে রাঙিয়েছি জীবনের সুখ
-মুক্ত হাওয়ায়।
নয়নে ভিজে অশ্রুজল, ধূলি ঝরে মরু হাওয়ায়
দীর্ঘ বন্ধুর পথ পাড়ি দিতে কখনও অসহায়,
আলোকিত জীবন খুঁজিতে, অচেনা পথে
পায়ে হেটে চলি অন্ধকার অমানিশায় ..।
নিয়ত প্রভুর স্মরণ, পবিত্র কুরআনের
আলোর অপূর্ব মহিমায়।
সংসার জীবনের সকল সফলতা, একান্ত
জীবনের প্রচেষ্টায়, ত্যাগে ও ভালোবাসায়
মানব সেবার চিরসুখ, কল্যান –
জীবন নদীর-স্রোতে-কায়িক শ্রমে নতুন
ভাবনায়।
অচেনা পথে জীবন তো একদিন অন্ধকারে
পরপারে হারিয়ে যায়, স্মৃতিকথা থাকে
ইতিহাসের পাতায়।