জোট সরকার গঠনের উদ্দেশে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এই দুই দলের সমন্বয় কমিটির মধ্যকার পঞ্চম দফার আলোচনা ব্যর্থ হয়েছে। এতে করে রাজনৈতিক প্রেক্ষাপটে ফের অচলাবস্থায় পড়ে গেছে গোটা দেশ। খবর এক্সপ্রেস ট্রিবিউন।
ইসলামাবাদে পার্লামেন্ট এলাকায় পিএমএল-এনের সিনিয়র নেতা সিনেটর ইসহাক দারের বাসভবনে সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত বৈঠকে দুই দলের বিশিষ্ট নেতাদের অংশ নিতে দেখা গেছে।পঞ্চম দফার আলোচনায় মূল বিতর্কের বিষয়গুলোতে কোনো সুরাহা হয়নি, যার ফলে কেন্দ্রীয় সরকার গঠন প্রক্রিয়া ফের পিছিয়ে গেছে। তবে এই বিষয়ে আজ মঙ্গলবার ষষ্ঠ দফায় আলোচনায় বসবে এই দুই দলের প্রতিনিধিরা।
আলোচনায় পিপিপি-এর পার্লামেন্টেরিয়ান কমিটি দেশটির সিনেটের চেয়ারম্যান এবং জাতীয় পরিষদের স্পিকার এবং প্রেসিডেন্ট পদের দাবি জানান। সেই সঙ্গে তারা বলেন, প্রধানমন্ত্রিত্ব এবং মন্ত্রিসভায় কোন প্রার্থী দেয়া হবে না। এসব ক্ষেত্রে তারা পিএমএল-এন-এর প্রার্থীদের সমর্থন দেবে। তবে পিএমএল-এন এখনও পিপিপির দাবিতে সাড়া দেয়নি।
নওয়াজ শরিফের দল চায়, কেন্দ্রীয় মন্ত্রিসভায় পিপিপির অংশগ্রহণ। সেই সঙ্গে শুধুমাত্র পার্লামেন্টের ট্রেজারি বেঞ্চে নীরব দর্শক হয়ে বসে না থেকে পিপিপির উচিত হবে রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গঠন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেয়া। পিপিপির প্রতিনিধি দলে ছিলেন মুরাদ আলি শাহ, কামার জামান কাইরা, ও নাদিম আফজাল চান। সোমবারের আলোচনা কোন রকমের সম্ভাবনা ছাড়াই অচলাবস্থায় গিয়ে পৌঁছায়।
খুলনা গেজেট/এনএম