করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি হয়েছেন অভিনেতা তুষার খান। তার ফুসফুসের অধিকাংশ জায়গায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এ জন্য আপাতত অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।
জানা যায়, গতকাল (২২ জানুয়ারি) রাজধানীর গ্রিন রোডের একটি হাসপাতালে গুরুতর অবস্থায় তাকে ভর্তি করানো হয়। এর পরপরই চিকিৎসকরা তাকে অক্সিজেন সাপোর্টে নেন। বিষয়টি নিয়ে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, তুষার খান প্রায় দশ দিন ধরে অসুস্থ। এর আগে বাসাতেই ছিলেন। কিন্তু প্রচণ্ড কাশি ও শ্বাসকষ্ট হতো।
অবস্থার অবনতি হওয়ায় গতকাল তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। উনি করোনা আক্রান্ত। জানা যায়, তুষার খানের ফুসফুসে ৫০ শতাংশেরও বেশি সংক্রমণ হয়েছে। এ কারণে তিনি স্বাভাবিক অক্সিজেন নিতে পারছেন না।
খুলনা গেজেট/ এস আই