খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

অক্টোবরে খুলনার রাজপথ দখলে রাখার পরিকল্পনা বিএনপির

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর মাসজুড়ে খুলনার রাজপথ দখলে রাখার পরিকল্পনা নিয়েছে বিএনপি। এজন্য বিভাগীয় গণসমাবেশসহ একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের চাঙ্গা করতে খুলনায় আসছেন বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী গয়েশ^র চন্দ্র রায় এবং দেশের শীর্ষ পেশাজীবী নেতৃবৃন্দ। গণসমাবেশ ও মতবিনিময় সভায় যোগ দিবেন তারা।

বিএনপি নেতারা জানান, জ¦ালানী তেল, চাল, ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য বৃদ্ধিসহ সারাদেশে নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ আগামী ২২ অক্টোবর শনিবার খুলনায় বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টা হিসেবে কর্মসূচি সমন্বয় করবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায়।

এর আগে আগামী ৬ অক্টোবর বৃহস্পতিবার ভোলা, মুন্সিগঞ্জসহ সারাদেশে নিহত নেতাকর্মীদের স্মরণে বিকেল সাড়ে ৩টায় রেল স্টেশন চত্বর থেকে মহানগর বিএনপির উদ্যোগে শোক র‌্যালি বের হবে। একই ইস্যুতে আগামী ১০ অক্টোবর শোক র‌্যালি করবে জেলা বিএনপি।

এছাড়া আগামী ১৫ অক্টোবর খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে ‘জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তী জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করবে বিএনপি। বিএনপি মিডিয়া সেল আয়োজিত এই মতবিনিময় সভা নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুশীল সমাজ ও পেশাজীবী প্রতিনিধিরা উপস্থিত রাখবেন। দেশের শীর্ষ পেশাজীবী নেতৃবৃন্দ এই সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

খুলনা মহানগর কমিটির আহবায়ক শফিকুল আলম মনা জানান, বিএনপির আন্দোলনে গুণগত পরিবর্তন এসেছে। সরকারবিরোধী সব রাজনৈতিক সংগঠনের সাথে যুগপৎ আন্দোলনের জন্য সার্বিক প্রস্ততি নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যেখানে সম্পৃক্ত হচ্ছেন পেশাজীবীরাও। এজন্য অক্টোবর মাসব্যাপি নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, খুলনার গণসমাবেশকে স্মরণকালের বৃহত্তম গণজমায়েতে রূপ দেওয়ার চেষ্টা চলছে। কর্মসূচি সফল করতে বিএনপি ও প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠনের থানা, ওয়ার্ড, ইউনিয়ন এবং প্রতিটি ইউনিট পর্যায়ে সভা সমাবেশ, প্রচার প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া নগর ও গ্রামের হাটে মাঠে শহরে বিপনী বিতান ও জনসমাগমস্থলে এক লাখ লিফলেট বিতরণ করা হবে। এসব দেখভালের জন্য ১১টি সাব কমিটি গঠন করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!