মডেলিং দিয়ে ২০১৩ সালে ক্যারিয়ার শুরু করেছিলেন কোরিয়ান তারকা সং ইউ জুং। একই বছর ‘গোল্ডেন রেইনবো’ শিরোনামের একটি টেলিভিশন নাটকে অভিনয় করেন তিনি। এমবিসি টিভির ‘মেক অ্যা উইশ’ সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন এ তারকা।
মাত্র ২৬ বছর বয়সেই ঝরে গেল এ অভিনেত্রীর প্রাণ। গত শনিবার (২৩ জানুয়ারি) দক্ষিণ কোরিয়ার সিওলে মৃত্যু হয়েছে তার। অভিনেত্রীর মৃত্যুর কারণ এখনো অজানা। ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন সং ইউ জুং। এমন তথ্যই প্রকাশ করেছে আমেরিকান ম্যাগাজিন ভ্যারাইটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে কোরিয়ান একটি মডেল এজেন্সি। গোপনে সং ইউ জুংয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে বলেও জানায় তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, কোরিয়ার বিনোদন দুনিয়ায় তরুণ তারকাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। ২০১৯ সালে আত্মহত্যা করেন ২৭ বছর বয়সী পপ তারকা কিম জং হয়ুন। একই বছর নিজ বাসভবন থেকে মরদেহ উদ্ধার করা হয় গায়ক সুলির। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫। পপ তারকা গো হারাও আত্মহত্যা করেছেন মাত্র ২৮ বছর বয়সে।
খুলনা গেজেট/এনএম