খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠক : বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল যমুনায়
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

তাসকিন ঝড়ে লন্ডভন্ড সাউথ আফ্রিকার ইনিংস

ক্রীড়া প্রতিবেদক

তাসকিন আগুনে পুড়ে ছারখার হয়ে গেল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার। মিরপুরের পর সেঞ্চুরিয়নের মাটিতে ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় বারের মতো পাঁচ উইকেট শিকার করেছেন টাইগার এই স্পিডস্টার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ৩৪.৪ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রান।

ওয়ানডেতে অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে ৫ উইকেট শিকার করে তাক লাগিয়ে দিয়েছিলেন তাসকিন। এরপর এবার চলমান দক্ষিণ আফ্রিকা সফরে ক্যারিয়ারে দ্বিতীয় বারের মতো ফাইফারের দেখা পেলেন বাংলাদেশের স্পিডস্টার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের অন্যতম কারিগর তাসকিন আহমেদ। তার আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার হয়ে গেছে স্বাগতিকদের ব্যাটিং অর্ডার। সিরিজের শেষ ম্যাচে বল হাতে আবারও জ্বলে উঠলেন টাইগার স্পিডস্টার।

প্রথম ওয়ানডেতে সেঞ্চুরিয়নে নির্ধারিত ১০ ওভার বল করে মাত্র ৩৬ রান দিয়ে তুলে নিয়েছিলেন তিন তিনটি উইকেট। মাঝে দ্বিতীয় ম্যাচ তথা ওয়ান্ডারার্সে ছিলেন উইকেটশূন্য। তবে খেলা আবারও সেঞ্চুরিয়নে ফিরতেই জ্বলে উঠলেন তাসকিন। ব্যক্তিগত তৃতীয় ওভারেই প্রথম সাফল্যের দেখা পেলেন। ১৬ বলে ৯ রান করা কাইল ভেরেইন্নেকে সাজঘরে ফেরান গতি তারকা।

এরপর মাঝে সাকিবের এক ওভার পর আবারও বল হাতে তুলে নিয়ে বিধ্বংসী হয়ে উঠা জানেমান মালানকে ফেরান তাসকিন। ৫৬ বলে ৭ চারে ৩৯ রান করে সাজঘরে ফিরেছেন মালান। এরপর যথাক্রমে ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস এবং কাগিসো রাবাদার উইকেট তুলে নিয়েছেন তাসকিন।

প্রোটিয়াদের উদ্বোধনী জুটি ভেঙেছিলেন মেহেদী মিরাজ। দক্ষিণ আফ্রিকার বর্তমান খেলোয়াড়দের মধ্যে সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে সবচেয়ে বেশি রান তারকা উইকেটকিপার ব্যাটার ডি ককের। সেঞ্চুরিয়ন তার প্রিয় ভেন্যুই বলা চলে। চার সেঞ্চুরি এবং এক হাফ সেঞ্চুরিতে ১০ ম্যাচে ৭০.৯০ গড়ে তুলেছেন ৭০৯ রান। ওয়ানডে ক্যারিয়ারে তার সর্বোচ্চ ১৭৮ রানের ইনিংসও এই মাঠে। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলা হয়েছিল এই মাঠে। যেখানে ডি কক খেলতে পারেননি। টাইগাররাও প্রথম জয় তুলে নিয়েছিল অনায়াসে।

দ্বিতীয় ওয়ানডেতে ডি ককের প্রত্যাবর্তনের ম্যাচে তার খুনে ব্যাটিং দেখেছিল বাংলাদেশ। দলও হেরেছে বড় ব্যবধানে। তৃতীয় ওয়ানডে তথা সিরিজ জয়ের মিশনে নেমে বাংলাদেশের বড় মাথাব্যথার কারণ ছিল ডি কক। তবে বিধ্বংসী হয়ে ওঠার আগেই তাকে সাজঘরে ফেরাল মেহেদী হাসান মিরাজ।

পরিবারের ভয়াবহ সংকট বুকে চেপে খেলতে নেমে শুরুতেই সাফল্য পেলেন টাইগার অলরাউন্ডার। ১১ বলে ২ রান করা প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন সাকিব। সাকিবের পর প্রত্যাশিত উইকেট তুলে নিলেন ইয়াংস্টার শরিফুল। প্রথম থেকেই এগ্রেসিভ টাইগার এ তরুণ পেসার। তুলে নিলেন দক্ষিণ আফ্রিকার শেষ ভরসা ভ্যান ডার ডুসেনকে।

 

খুলনা গেজেট/এএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!