খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড
  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

৮ ডলার না দিয়ে ব্লু টিক হারালেন সাকিব-রোনালদোরা

ক্রীড়া প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে ‘ব্লু টিক’ চিহ্ন মুছে ফেলতে শুরু করেছে। ফলে সব অঙ্গনের তারকারা একে একে নিজের টুইটার একাউন্ট থেকে ব্লু টিক চিহ্নটি হারাচ্ছেন। এমনকি টুইটারকে অর্থ না দেওয়ার কারণে চিহ্নটি হারিয়েছেন খেলার মাঠের তারকারাও।

ফুটবলের বড় তারকা লিওনেল মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড থেকে শুরু করে সাকিব আল হাসান, বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বাবর আজম, সানিয়া মির্জা, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ—কারও টুইটার অ্যাকাউন্টের পাশেই আর দেখা যাচ্ছে না ব্লু টিক।

শুক্রবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বলিউড তারকা শাহরুখ খান, আলিয়া ভাট, অমিতাভ বচ্চনসহ সবাই একে একে হারাচ্ছেন ব্লু টিক মার্ক।

সংবাদমাধ্যমটি জানায়, ভারতীয় রাজনীতিবিদদের মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ অনেকেই টুইটারের ব্লু টিক হারিয়েছেন।

এ ছাড়া ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সংগীত তারকা জাস্টিন বিবাররাও হারিয়েছেন এই চিহ্নটি।

এতদিন ধরে ভেরিফায়েড বা সত্যিকারের অ্যাকাউন্টে এই বিশেষ চিহ্নটি দেখা যেত। বিশেষ করে বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ টুইটার ব্যবহারকারীদের অ্যাকাউন্ট শনাক্ত করতে ব্লু টিকের ব্যবস্থাটি চালু করেছিল টুইটার। কিন্তু ধনকুবের ইলন মাস্ক টুইটারের মালিকানা কিনে নেয়ার পর এই নিয়ম বাতিল করার ঘোষণা দেন। নতুন করে নিয়ম চালু করেন—শুধু যাঁরা এ চিহ্নের জন্য টুইটারকে অর্থ দেবেন, তাঁদের অ্যাকাউন্টে ব্লু টিক দেখা যাবে। গত বছরের নভেম্বরে নতুন নিয়মের কথা ঘোষণা দিয়ে মাস্ক জানান, টুইটারের ওয়েব ভার্সনের জন্য ব্লু টিকধারীদের মাসে ৮ ডলার, আর অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের প্রতি মাসে ১১ ডলার দিতে হবে। আর সেটা না দিতে পারলে থাকবে না ব্লু টিক। সেই হিসেবে টুইটারকে ওই অর্থ না দেওয়াতে একে একে ব্লু টিক হারাচ্ছেন বিভিন্ন অঙ্গনের তারকারা।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি প্রতিবেদন অনুসারে, গত সপ্তাহে, টুইটারের সিইও ইলন মাস্ক ঘোষণা দিয়েছিলেন যে উত্তরাধিকারী নীল চেকগুলি সরানোর শেষ তারিখ ২০ এপ্রিল। শেষ পর্যন্ত তাই হলো। গতকাল বৃহস্পতিবার থেকে একে একে তারকাদের অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরতে শুরু করেছে।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!