খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট

৭ নভেম্বর ও জুলাই বিপ্লব বাংলাদেশে নতুন যুগের সূচনা করবে : খুবি এনটিএ

গেজেট ডেস্ক

বাংলাদেশের স্বাধীনতা রক্ষার আন্দোলনের অন্যতম ‘৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে বিবৃতি দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনালিস্ট টিচার্স এসোসিয়েশন (এনটিএ)।

এসোসিয়েশনের সভাপতি প্রফেসর শেখ মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতা আধিপত্যবাদকে ও ষড়যন্ত্রের দোসরদের পরাজিত করে স্বাধীনতার ঘোষক ও তৎকালীন সেনাবাহিনী প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শৃঙ্খলমুক্ত করে। আর এরই মাধ্যমে বাংলাদেশ একনায়কতন্ত্র ও বাকশালের করায়াত্ব থেকে মুক্ত হয়ে গণতন্ত্রের পথে অগ্রসর হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী রাজনীতিকে এনটিএ অন্তরে ধারণ করে এবং বিশ্বাস করে যে বিদেশি প্রভু ও আধিপত্যবাদকে রুখে দেয়ার বীজমন্ত্র ৭ নভেম্বরই সূচিত হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, একই সাথে এনটিএ শ্রদ্ধাভরে স্মরণ করে ২০২৪ এর জুলাই-আগস্ট এ শহিদ ও আহতদের যারা স্বৈরাচারী শেখ হাসিনাকে উৎখাতের মাধ্যমে বাংলাদেশে আজ এক নতুন যুগের সূচনা করেছে। আমরা বিশ্বাস করি সিপাহী-জনতার ৭ নভেম্বর বিপ্লব ও ২০২৪ এর ছাত্র-জনতার বিপ্লব বাংলাদেশে মেধাভিত্তিক ও বৈষম্যহীন এক নতুন যুগের সূচনা করবে। এ অগ্রযাত্রায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনালিস্ট টিচার্স এসোসিয়েশনের সম্মানিত শিক্ষকগণ অবিরাম কাজ করে যাবে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!