খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

৬ বছরের জন্য নিষিদ্ধ বিপিএল খেলা বিশ্বকাপজয়ী ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের সাবেক টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্রিকেটার মারলন স্যামুয়েলসকে দুর্নীতি বিরোধী কোড লঙ্ঘন করায় ৬ বছরের জন্য সকল ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে চলতি বছরের ১১ নভেম্বর থেকে। বাংলাদেশ প্রিমিয়ার লীগের একাধিক আসরে দূরন্ত রাজশাহী, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ক্রিকেটারের।

আইসিসির দেয়া তথ্যমতে দুর্নীতিবিরোধী কোডের ২.৪.২, ২.৪.৩, ২.৪.৬ ও ২.৪.৭ নম্বর ধারা ভেঙেছেন স্যামুয়েলস। উপহার, অর্থ, আতিথেয়তা বা অন্য সুবিধা নেয়া এবং এ সকল তথ্য আকসুর কর্মকর্তাকে না জানানো কিংবা জানাতে দেরি করায় এসব ধারা ভঙ হয়েছে। এছাড়াও বিপিএল খেলা এই ক্রিকেটারের বিরুদ্ধে ৭৫০ বা এর বেশি ইউএস ডলার নেয়ার অভিযোগও পাওয়া গেছে।

সবগুলো ধারা প্রমাণিত হওয়ায় ৬ বছরের জন্য সকল ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন স্যামুয়েলস। এর আগে, ২০০৮ সালে প্রায় একই অপরাধে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ডানহাতি এই ব্যাটার।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!